সিন্ধুতে মুগ্ধ সহবাগ থেকে লিয়েন্ডার

ম্যাচ শেষের পরে একের পর এক অভিনন্দন বার্তা এসেছে বিভিন্ন মহল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পার্টির টুইটার হ্যান্ডলেও সিন্ধু স্তুতি চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:৪৯
Share:

পি ভি সিন্ধু।

রবি শাস্ত্রী থেকে অনিল কুম্বলে। গ্লাসগোয় ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর আগে পি ভি সিন্ধুকে শুভেচ্ছা বার্তা টুইট করেছিলেন ভারতের বর্তমান এবং প্রাক্তন কোচ। শাস্ত্রী টুইট করেন, ‘চ্যাম্প, ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।’ কুম্বলের টুইট ছিল, ‘ফাইনালে ওঠার জন্য অভিনন্দন। তোমার জন্য আমরা গর্বিত।’

Advertisement

ম্যাচ শেষের পরে একের পর এক অভিনন্দন বার্তা এসেছে বিভিন্ন মহল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পার্টির টুইটার হ্যান্ডলেও সিন্ধু স্তুতি চলেছে।

রক্তচাপ বাড়িয়ে দেওয়া একটা ম্যাচ হারার পরে সিন্ধু কোর্টে ভেঙে পড়লেও ভারতীয় সমর্থকেরা কিন্তু বাইশ বছরের এই তারকার দিকে অভিনন্দনের হাতই বাড়িয়ে দিচ্ছেন। এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে তিন বার পদক জিতে ফিরলেন সিন্ধু। আগের দু’বার ছিল ব্রোঞ্জ। এ বার গ্লাসগোয় আসার আগে সিন্ধু বলেছিলেন, তিনি পদকের রংটা বদলে দেবেন। সিন্ধুর লক্ষ্য ছিল সোনা। সেই লক্ষ্য অপূর্ণ থাকলেও রূপো জিতে মাথা উঁচু করেই দেশে ফিরছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: দুই ম্যাঞ্চেস্টারের জয়, মেসি ৩৫১

সিন্ধু বনাম ওকুহারার লড়াই যখন চলছে, বীরেন্দ্র সহবাগ টুইট করেন, ‘দেশকে ভারতীয় টিমের ব্যাটিং দেখা থেকে বন্ধ রেখে ব্যাডমিন্টন ফাইনাল দেখতে বাধ্য করল সিন্ধু। দুরন্ত সিন্ধুর লড়াই দেখাটা ভীষণ আনন্দের।’ ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ সিন্ধু-সাইনার পদক নেওয়ার ছবি টুইট করে লেখেন, ‘পোডিয়ামে আমাদের দু’জন চ্যাম্পিয়নকে দেখাটা কী গর্বের মুহূর্ত।’

এক ঘণ্টা ৫০ মিনিটের এই ম্যাচ শেষ করে চ্যাম্পিয়ন ওকুহারা বলে ফেলেন, ‘‘এই লড়াইয়ের পরে আমি এখন খুবই ক্লান্ত।’’ শেষ গেমে এসে পরিষ্কার হয়ে গিয়েছিল, দু’জনেই শেষ বিন্দু দিয়ে লড়ছেন। দ্বিতীয় গেমে সিন্ধু ৭৩ শটের র‌্যালি জিতে নিয়েছিলেন। শেষ গেমে তিনি একটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টও বাঁচান। কিন্তু শেষরক্ষা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement