Covid-19

কোভিডে আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লর স্ত্রী, রয়েছেন কোয়রান্টিনে

শুক্রবার রাতে স্মিতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। গত কয়েক দিন ধরেই তাঁর হালকা জ্বর ছিল। পরীক্ষা করার পর রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ১৫:২৯
Share:

স্ত্রী স্মিতার সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল। ছবি ফেসবুক থেকে নেওয়া।

বাংলার প্রাক্তন অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা কোভিড আক্রান্ত। নিজের বাড়িতে কোয়রান্টিনে রয়েছেন তিনি। এই মুহূর্তে সন্তানদের নিয়ে আলাদা রয়েছেন লক্ষ্মী।

Advertisement

শুক্রবার রাতে স্মিতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। গত কয়েক দিন ধরেই তাঁর হালকা জ্বর ছিল। পরীক্ষা করার পর রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত স্মিতা। জাতীয় স্বাস্থ্য মিশনেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। আপাতত হাওড়ার ৬২ নম্বর ওয়ার্ডে নিজেদের বাড়িতে পাঁচ তলায় কোয়রান্টিনে থাকছেন তিনি।

আনন্দবাজার ডিজিটালকে লক্ষ্মী শনিবার দুপুরে বললেন, “হ্যাঁ, স্মিতার করোনা ধরা পড়েছে। ও আমাদের বাড়িতেই কোয়রান্টিনে থাকছে। তবে আমরা আলাদা থাকছি। মঙ্গলবার বা বুধবার বাড়ির সকলের করোনা টেস্ট করিয়ে নেব আমরা।” জানা গিয়েছে, নিজেদের বাড়ির তিন তলায় থাকছেন লক্ষ্মীর বাবা উমেশ শুক্ল। আর দুই ছেলে নিয়ে লক্ষ্মী অন্যত্র থাকছেন।

Advertisement

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ অ্যাশেজের সমান, মত স্টিভের​

আরও পড়ুন: ‘মাছি তাড়াবার মতো করে রাহানেকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement