kidambi srikanth

Lakshya Sen: ব্রোঞ্জেই সন্তুষ্ট নন লক্ষ্য

প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্র মনে করেন, এই সাফল্য আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৭:২৫
Share:

সফল: চার পদক জয়ী। শ্রীকান্ত, লো, অ্যান্ডার্স ও লক্ষ্য। ছবি পিটিআই।

জীবনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট হতে চান না ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারা লক্ষ্য সেন। যদিও প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্র মনে করেন, এই সাফল্য আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।

Advertisement

পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা আনার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি লক্ষ্যের পাখির চোখ ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ২০ বছরের ভারতীয় তারকা শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কিদম্বি শ্রীকান্তের কাছে ২১-১৭, ১৪-২১, ১৭-২১ হেরে ব্রোঞ্জ পেয়েছেন। লক্ষ্যের কথায়, ‍‘‍‘জয়ের কাছাকাছি পৌঁছেও হেরে যাওয়ায় খারাপ লাগছে। ব্রোঞ্জ পেলেও খুশি নই। কারণ সেমিফাইনালে নিজের খেলায় সন্তুষ্ট হতে পারিনি।’’ যোগ করেছেন, ‍‘‍‘এই প্রতিযোগিতায় অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি। সেমিফাইনালে যে কেউ জিততে পারত। তবে এই ব্রোঞ্জ আগামী দিনে এগিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে। এ বার সোনার জন্য লড়ব।’’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ব্রোঞ্জ পাওয়ায় কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন (১৯৮৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ), বি সাই প্রণীতের (বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ব্রোঞ্জ)সঙ্গে একই সারিতে চলে এলেন লক্ষ্য। সংবাদ সংস্থা পিটিআই-কে লক্ষ্য বলেছেন, ‍‘‍‘এটা দেখে ভাল লাগছে জীবনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রকাশ (পাড়ুকোন)স্যরের কৃতিত্ব স্পর্শ করতে পেরেছি। তবে এখানেই না থেমে ওঁর মতো আরও অনেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই। বিশেষ করে, ওঁর মতো অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিততে চাই।’’ যোগ করেছেন, ‍‘‍‘এই ব্রোঞ্জ সামনের দিকে এগিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে।’’

Advertisement

সেমিফাইনাল ম্যাচ নিয়ে লক্ষ্য বলেছেন, ‍‘‍‘হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ গেমে আমি কিছু ভুল করেছিলাম। যার ফলে শ্রীকান্ত কিছু দ্রুত পয়েন্ট সংগ্রহ করে নেয়। তাতে বাড়তি সুবিধা পেয়েছে। আমি আরও ভাল করতে পারতাম। কিন্তু কিছু করার নেই। দিনটা ছিল শ্রীকান্তের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement