kuldeep yadav

Corona Vaccine: টিকা নিয়ে বিপাকে পড়লেন ভারতীয় স্পিনার, হতে পারে শাস্তিও

টিকা নেওয়ার পর সেই ছবি নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কুলদীপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১২:২৩
Share:

টিকা নিচ্ছেন কুলদীপ। ছবি: টুইটার থেকে

নিয়ম ভেঙে করোনা টিকা নিয়ে বিপাকে কুলদীপ যাদব। অভিযোগ, ভারতীয় স্পিনার কোনও হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নয়, টিকা নিয়েছেন অন্য কোথাও। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিও পেতে পারেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কুলদীপ। গোবিন্দনগরের জগেশ্বর হাসপাতালে তাঁর টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী তিনি টিকা নিয়েছেন কানপুর নগর নিগম অতিথিশালায়। কানপুরের জেলা শাসক অলোক তিওয়ারি বলেন, “সহকারি জেলা শাসককে বিষয়টি দেখতে বলা হয়েছে। অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন তিনি।”

টিকা নেওয়ার পর সেই ছবি নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কুলদীপ। সকলকে অনুরোধ করেছিলেন টিকা নেওয়ার জন্য। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য তিনি। প্রতিযোগিতা স্থগিত হওয়ার পর বাড়ি ফিরে আসেন কুলদীপ। ইংল্যান্ড সফরকারি দলে রাখা হয়নি তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement