Kuldeep Yadav

চার ঘণ্টা নেটে বোলিং কুলদীপের

আগের চেয়ে অনুশীলনের সময় বাড়িয়ে দিয়েছেন কুলদীপ। চার ঘণ্টা বোলিং অনুশীলন করছেন থুতুর ব্যবহার ত্যাগ করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৫:১৮
Share:

কুলদীপ যাদব। ফাইল চিত্র

ছোটবেলায় কোচ কপিল পাণ্ডের কাছে কানপুরের রোভার্স গ্রাউন্ডেই প্রস্তুতি শুরু করেছিলেন কুলদীপ যাদব। লকডাউনের মাঝে সেখানেই আপাতত চলছে তাঁর অনুশীলন। দিনে প্রায় ছয় ঘণ্টা অনুশীলন করছেন ভারতীয় চায়নাম্যান বোলার। সকালে ফিজিক্যাল ট্রেনিং। সন্ধ্যায় নেট প্র্যাক্টিস। আগের চেয়ে অনুশীলনের সময় বাড়িয়ে দিয়েছেন কুলদীপ। চার ঘণ্টা বোলিং অনুশীলন করছেন থুতুর ব্যবহার ত্যাগ করে।

Advertisement

সোমবার এক আলাপচারিতায় কুলদীপ বলেছেন, ‘‘গত সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করেছি। দূরত্ববিধি মেনে ফিজিক্যাল ট্রেনিং দিয়ে শুরু করেছিলাম। এখন নেট প্র্যাক্টিসও চলছে।’’ দিনে কত ঘণ্টা প্রস্তুতি নিচ্ছেন তিনি? কুলদীপের উত্তর, ‘‘সকাল ৭.৩০ থেকে ৯টা পর্যন্ত ফিজিক্যাল ট্রেনিং করে বাড়ি চলে যাই। বিশ্রাম নিয়ে বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত চলে নেট প্র্যাক্টিস।’’ আইসিসি-র নতুন নিয়ম মেনে বলে থুতু ব্যবহারের অভ্যেসও ত্যাগ করছেন তিনি। বলছিলেন, ‘‘আইসিসি-র নিয়ম তো মানতেই হবে। প্রত্যেক দিনই চেষ্টা করছি বলে থুতু ব্যবহার বন্ধ করার। ধীরে ধীরে নতুন অভ্যেসে তৈরি হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement