Kuldeep Yadav

সিরিজ জয়ের স্বপ্ন কুলদীপের

২০১৮-’১৯ সফরে বিরাট কোহালির নেতৃত্বে টেস্ট সিরিজে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সে বারই প্রথম ভারত টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৩:৫১
Share:

আত্মবিশ্বাসী: দলের দক্ষতার উপরে ভরসা কুলদীপের। ফাইল চিত্র

শেষ বার অস্ট্রেলিয়া সফরে যে সাফল্য পেয়েছিল ভারতীয় দল, তা এ বারও পাওয়া সম্ভব। যদি একই ভাবে দলের পেসার এবং ব্যাটসম্যানরা দুরন্ত পারফরম্যান্স করতে পারে। টেস্ট সিরিজ শুরুর আগে বলছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব

Advertisement

২০১৮-’১৯ সফরে বিরাট কোহালির নেতৃত্বে টেস্ট সিরিজে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সে বারই প্রথম ভারত টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়ায়। সেই দলের সদস্য ছিলেন কুলদীপও। তিনি মনে করেন, বিপক্ষের শক্তির চেয়েও নিজেরা কেমন খেলছেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। ‘‘আমরা সে বার দুটো টেস্ট জিতেছিলাম। চতুর্থ টেস্টও জিতে যেতাম, যদি বৃষ্টি না হত। একটা দলের বিরুদ্ধে খেলতে নামলে, নিজের দলের পারফরম্যান্সই শেষ কথা হয়ে দাঁড়ায়,’’ কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে বলেছেন চায়নাম্যান বোলার কুলদীপ। তিনি আরও বলেছেন, ‘‘কারা আছে বা নেই বিপক্ষ দলে, সে সবের থেকে নিজের দল নিয়ে আলোচনা করাই ভাল। আমরা সে বার ভাল খেলেছিলাম, তাই জিতেছিলাম। যদি দলের ফাস্ট বোলাররা দারুণ বল করে এবং সঙ্গে দুর্দান্ত ব্যাটিং হয়, এ বারও আমরা সিরিজ জিততে পারি।’’

আগের সফরে অস্ট্রেলীয় দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তাঁরা। এ বার এই দুই ব্যাটসম্যান দলে আছেন। ওয়ার্নার যদিও প্রথম টেস্ট খেলতে পারবেন না চোটের জন্য। ‘‘এটা ঠিক, ওদের দলে এ বার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ রয়েছে। সঙ্গে মার্নাস (লাবুশেন)। তবে গত বারও ওদের দল ভাল ছিল, কিন্তু আমরা হারিয়ে দিয়েছিলাম। দারুণ লড়াই হবে এই সিরিজে।’’

Advertisement

আরও পড়ুন: গত সিরিজের সাফল্য এ বার পূজারা মাথায় রাখছেন না

আরও পড়ুন: টেস্ট সিরিজে খেলবেন স্টার্ক, হ্যাজলউডের লক্ষ্য কোহালি

ভারত অভিযান শুরু করছে গোলাপি বলের দিনরাতের টেস্ট দিয়ে। যেখানে মনে করা হচ্ছে, পেসাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। কিন্তু কুলদীপের ধারণা অন্য। ভারতীয় স্পিনারের মন্তব্য, ‘‘আমার মনে হয় রাতে ব্যাটসম্যানদের পক্ষে স্পিনারদের বল বোঝা কঠিন। ব্যাটসম্যানের পক্ষে গ্রিপ দেখে সিম পজিশন বোঝা সহজ হবে না। এটা আমাদের জন্য সুবিধার হতে পারে।’’

চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর। অ্যাডিলেড ওভালে এই টেস্ট দিনরাতের। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত গোলাপি বলের টেস্টে হারেনি। বিরাট কোহালিও এই সিরিজে শুধু প্রথম টেস্টই খেলবেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি প্রথম টেস্টের পরেই ফিরে যাবেন। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাশ করায় রোহিত শর্মা শেষ দুই টেস্টে যোগ দেওয়ার জন্য উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement