পিভি সিন্ধু।—নিজস্ব চিত্র।
হাড্ডাহাড্ডি ম্যাচে কোরীয় ওপেন ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারাকে হারিয়ে দিলেন পিভি সিন্ধু। ২২-২০, ১১-২১ এবং ২১-১৮-এ ওকুহারাকে হারান সিন্ধু। প্রথম গেম হাড্ডাহাড্ডি লড়াই করে জিতলেও, দ্বিতীয় গেমে ছন্দ হারিয়ে ফেলেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। তবে তৃতীয় গেমে স্বমহিমায় ফিরে আসেন সিন্ধু। প্রথম গেমের মতোই হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন সিন্ধু। নীচে দেখুন গোটা ম্যাচের গতিপ্রকৃতি।
• তৃতীয় গেম জিতে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।
• ২১-১৮ ব্যবধানে তৃতীয় গেম জিতে নিলেন পিভি সিন্ধু।
• ২১-১৮ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• জয়ের থেকে এক পয়েন্ট দূরে সিন্ধু।
• ২০-১৭ এগিয়ে পিভি সিন্ধু।
• ১৯-১৭ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ১৯-১৬ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
• ১৮-১৬ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
• তৃতীয় এবং চূড়ান্ত গেমে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
• ১৮-১৪ ব্যবধানে তৃতীয় গেমে এগিয়ে পিভি সিন্ধু।
• ১৭-১৩ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ১৬-১৩ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ১৫-১৩ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ১৫-১১ ব্যবধানে তৃতীয় গেমে এগিয়ে সিন্ধু।
• ১৪-১০ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
• ১৩-৮ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ১২-৭ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
• ১১-৫ ব্যবধানে এগিয়ে ভারতীয় শাটলার।
• ১০-৫ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
ম্যাচের মাঝে সিন্ধু। ছবি: এএফপি।
• ৮-৪ ব্যবধানে এগিয়ে পিভি সিন্ধু।
• ৭-৪ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু।
• তৃতীয় গেমে ৬-৪ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু।
• ৫-৪ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
• ৪-৩ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু।
• ২-৩ ব্যবধানে তৃতীয় গেমে পিছিয়ে সিন্ধু।
• শুরু হল তৃতীয় গেমের খেলা।
• ম্যাচে সমতা ফেরালেন ওকুহারা।
• ২১-১১ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নিলেন জাপানি শাটলার ওকুহারা।
• ১০-২০ ব্যবধানে দ্বিতীয় গেমে পিছিয়ে সিন্ধু।
• ৯-১৭ ব্যবধানে পিছিয়ে সিন্ধু।
• ৮-১৪ ব্যবধানে পিছিয়ে সিন্ধু।
• ৮-১২ ব্যবধানে দ্বিতীয় গেমে পিছিয়ে পিভি সিন্ধু।
• ৭-১২ ব্যবধানে দ্বিতীয় গেমে পিছিয়ে পিভি সিন্ধু।
• ৬-১১ এ পিছিয়ে সিন্ধু।
• ৬-১০ ব্যবধানে দ্বিতীয় গেমে পিছিয়ে পিভি সিন্ধু।
• দ্বিতীয় গেমে ৬-৮ ব্যবধানে পিছিয়ে সিন্ধু।
• ৩-৭ ব্যবধানে পিছিয়ে পিভি সিন্ধু।
• দ্বিতীয় গেমে ২-৫ ব্যবধানে পিছিয়ে সিন্ধু।
• ১-৩ ব্যবধানে পিছিয়ে পিভি সিন্ধু।
• দ্বিতীয় গেমে আপাতত ১-২ এ পিছিয়ে সিন্ধু।
• শুরু হল দ্বিতীয় গেমের খেলা।
প্রথম গেম জয়ের পর সিন্ধু। ছবি: এএফপি।
• ফাইনালে ১-০ গেমে এগিয়ে গেলেন সিন্ধু।
• হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২-২০ ব্যবধানে ওকুহারাকে প্রথম গেমে হারালেন সিন্ধু।
• ২১-২০ তে এগিয়ে গেলেন সিন্ধু।
• ১৯-২০ তে পিছিয়ে সিন্ধু।
• প্রথম গেমে ১৮-২০ পয়েন্টে পিছিয়ে সিন্ধু।
• ১৭-১৯ এ পিছিয়ে সিন্ধু।
• হড্ডাহাড্ডি লড়াই চলছে। আপাতত ফল ১৭-১৭।
• প্রথম গেমে আপাতত ১৫-১৪ এগিয়ে আছেন সিন্ধু।
• প্রথম সার্ভ করলেন পিভি সিন্ধু
•ভারতীয় সময় বেলা ১১:০৫-এ শুরু হল ফাইনাল।
আরও পড়ুন: অক্ষরের চোট, নিয়ে আসা হচ্ছে জাড্ডুকে
আরও পড়ুন: রহস্যময় ডেলিভারি কী, আগ্রহ চেন্নাইয়েও
কোরীয় ওপেন ফাইনালের মহারণ শুরু হয়ে গেল। ফাইনালে মুখোমুখি ভারতের পিভি সিন্ধু বনাম জাপানের নজোমি ওকুহারা। গ্লাসগো বিশ্ব চ্যাম্পিয়ানশিপে এই ওকুহারার কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। তবে, গ্লাসগোতে হারলেও অলিম্পিকে ওকুহারাকে হারিয়েছিলেন সিন্ধু।