wrestling

Nag Panchami: মাটিতে কুস্তি, উঁচুতে স্বপ্ন, কলকাতায় পালোয়ানদের পরবে আনন্দ-আক্ষেপ পাশাপাশি

বেলেঘাটার রেল বস্তি থেকে দেশের হয়ে লড়ার স্বপ্ন সত্যি হয়েছে অনেকেরই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২৩:৪২
Share:
Advertisement

একটা সময় কলকাতায় অনেক কুস্তির আখড়া ছিল। এখন কমতে কমতে হাতে গোনা। তারই একটি বেলেঘাটায়। ফি বছর নাগ পঞ্চমীর দিনে এই আখড়ায় বসে কুস্তির আসর। অলিম্পিক্সে কুস্তিতে জোড়া পদক প্রাপ্তির পরে এ বার যেন একটি বেশিই উৎসাহ।

শুক্রবার নাগ পঞ্চমী পালনের ছবিতে দেখা গেল আনন্দের সঙ্গে মিশে আছে আক্ষেপও। আখড়ার কর্তা থেকে কুস্তির কোচ সকলেরই বক্তব্য, মাটিতে লড়াই করে বড় স্বপ্ন দেখা যায় না। একটা ট্র্যাকের ব্যবস্থা করা গেলে জাতীয় স্তরে আরও অনেক কুস্তিগির যেতে পারেন কলকাতা থেকে। তবে মাটিতে অভ্যাস করেও সেই স্বপ্ন দেখায় খামতি নেই। জানা গেল, বেলেঘাটার রেল বস্তি থেকে দেখা দেশের হয়ে লড়ার স্বপ্ন সত্যি হয়েছে অনেকেরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement