ফাইল চিত্র
গাড়ি বাতিলের নতুন জাতীয় নীতি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো বৈঠকের মাধ্যমে তিনি জানালেন, এই নতুন নীতির ফলে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। মোদী এই নতুন নীতি ঘোষণা করে বলেছেন, পরিবেশ রক্ষার কাজে এই সিদ্ধান্ত বিশেষ ভাবে সাহায্য করবে।
সাধারণত একটি গাড়ির বয়স বিবেচনা করে সেটি বাতিল করা হবে কি না তা ঠিক করা হয়। পাশাপাশি, কোনও গাড়ি রাস্তায় চলার মতো আছে কি না, তাও খতিয়ে দেখা হয় অনুমতি দেওয়ার সময়। সেই সময়েই কিছু গাড়ির রাস্তায় চলার অনুমতি মেলে না, যেগুলিকে বাতিলের তালিকায় রাখা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন নীতির ফলে যে গাড়ি বাতিল বলে নির্দিষ্ট করা হবে, সেটির জন্যও একটি আলাদা শংসাপত্র মিলবে। যেটি দেখিয়ে নতুন গাড়ি কেনার সময় গাড়ির দামে ও কর-এ ছাড় পাবেন ক্রেতা।
গ্রাফিক: সনৎ সিংহ