বোর্ডের সভা। ছবি: বিসিসিআই-এর টুইটার থেকে
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ হবে কলকাতায়। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য মোট ৬টি কেন্দ্রের নাম জানাল। কলকাতা ছাড়াও রয়েছে বেঙ্গালুরু, বডোদরা, ইনদওর, মুম্বই এবং চেন্নাই।
আগামী ১০ থেকে ৩১ জানুয়ারি মুস্তাক আলি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হবে। সবকটি কেন্দ্রেই বায়ো সিকিয়োর বাবলে খেলা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড-এর সচিব জয় শাহ চিঠি দিয়ে সবকটি রাজ্য সংস্থাকে একথা জানিয়ে দিয়েছেন।
এলিট গ্রুপে মোট ৩৮টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে ওডিশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ। এই গ্রুপের সব খেলা হবে কলকাতায়। তাৎপর্যের ব্যাপার হল, মহারাষ্ট্র সরকার যেখানে এখনও খেলাধুলোর অনুমতি দেয়নি, সেখানে মুম্বইকে ‘ই’ গ্রুপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পৃথ্বী, ময়াঙ্ককে এক হাত নিলেন গাওস্কর
সব দলকেই নির্দিষ্ট কেন্দ্রে ২ জানুয়ারির মধ্যে ঢুকে পড়তে হবে। দলের প্রত্যেককে কোভিড টেস্ট করাতে হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের নিয়ম মেনে প্রত্যেককে নির্দিষ্ট সময়ের কোয়ারেন্টিনে থাকতে হবে।
পুরো গ্রুপিং
গ্রুপ এ (বেঙ্গালুরু): জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রেল, ত্রিপুরা
গ্রুপ বি (কলকাতা): বাংলা, ওডিশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম, হায়দরাবাদ
গ্রুপ সি (বডোদরা): গুজরাট, মহারাষ্ট্র, ছত্তীসগ়়ঢ়, হিমাচল প্রদেশ, বরোদা, উত্তরাখণ্ড
গ্রুপ ডি (ইনদওর): সার্ভিসেস, সৌরাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া
গ্রুপ ই (মুম্বই): হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, কেরল, পুডুচেরি
প্লেট গ্রুপ (চেন্নাই): ছত্তীশগঢ়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ