বিরাট কোহালি। ছবি: পিটিআই।
বড় ব্যবধানে জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জয়। তাঁরই অধিনায়কত্বে। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দৌড়াত্ম ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোহালি ছাড়া আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। সেখানে বাজিমাত বোলারদের। আর সেই বোলারদের প্রশংসা শোনা গেল ম্যাচ শেষে। বিশেষ করে নবাগত জয়ন্ত যাদবের নাম একাধিকবার উচ্চারণ করলেন অধিনায়ক। সঙ্গে অশ্বিন তো ছিলেনই। তাঁর সম্পর্কে আলাদা করে বলার তেমন কিছু নেই। তবুও কোহালি উজাড় করে দিলেন দলের বোলারদের।
পাঁচ বোলারই উইকেট পেলেন
এটা খুব ভাল দিক যে দলের পাঁচ বোলারই উইকেট পেয়েছে। এই টেস্টের সব থেকে পজিটিভ দিক ছিল ফার্স্ট বোলারদের বোলিং আর জয়ন্ত যাদবের অভিষেক। ও প্রথম ইনিংসে একটি উইকেটের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে রান পেয়েছে। আবার দ্বিতীয় ইনিংসে তিন উইকেট পেয়েছে। সবটাই দলের কাজে লেগেছে।
জয়ন্ত যাদব প্রসঙ্গে
এটা সব সময়ই গুরুত্বপূর্ণ ও যে খেলাটা খেলল। এটাই প্রমাণ করে একজন ক্রিকেটারের ব্যাক্তিত্ব। একজন নবাগত জুনিয়ার প্লেয়ার এসে তাঁর অধিনায়ককে বলছেন সে কেমন ফিল্ড সেটিং চায়। আর ও যে লাইন ও লেন্থে বল করেছে তাতে এটা পরিষ্কার জয়ন্ত জানে ও কী করছে। আমি ওর জন্য দারুণ খুশি।
দলের ব্যাটিং নিয়ে
রাজকোটে অনেকেই আমাদের দলের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল। যে কারণে এই ম্যাচ জিততে আমরা মুখিয়ে ছিলাম। আমাদের পরিকল্পনা ছিল পাঁচটি সেশনেই ব্যাট করা আর ৪৫০র উপর রান করা। যেটা আমরা পেরেছি। এর পর বোলাররা সব সময়ই সেরা। স্কোরবোর্ডের চাপটা সব সময়ই প্রভাব ফেলে।
বিশাখাপত্তনমের মাঠের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক
এটা সব সময়ই আমার লাকি গ্রাউন্ড। সারা জীবন স্পেশাল থাকবে। ঠিক একই রকম অনুভূতি হয় যখন আমি অ্যাডিলেডে খেলি। তুমি তোমার সেরাটা দিতে চাইবে সেখানে যেখানে প্রচুর মানুষ খেলা দেখতে আসে। আর সেটা কঠিন পরিস্থিতিতে অনেক সাহায্য করে।
বিশাখাপত্তনমের উইকেট নিয়ে
এই উইকেটে বিশেষ কিছু অভিনব ঘটার মতো ছিল না। তবুও ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকতে পারছিল না। আমি জানি আমি ব্যাট হাতে সঠিক কাজ করছিলাম। যেটা কঠিন ছিল কিন্তু আমি ভেবেছিলাম ওরা আমাদের চাপে ফেলার আগে আমি ওদের বোলারদের চাপে ফেলে দেব।
পরের তিন ম্যাচ নিয়ে ভাবনা
প্রথম দুই ম্যাচে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না আর অতি আক্রমণাত্মকও হতে চাই না। এই ভাল খেলাটাই ধরে রাখতে হবে আমাদের। ইংল্যান্ডকে আমরা সমীহই করছি। এই জয়ের ধারা ধরে রাখতে হবে। আমাদের লক্ষ্য ভারসাম্য বজায় রাখা।
আরও খবর
তিন স্পিনারের ধাঁধাঁয় ধরাশায়ী ইংল্যান্ড, ম্যাচের সেরা কোহালি