নিন্দুকদের জবাব? রাহুলের উৎসব নিয়ে প্রশ্ন

বুধবার বিশাখাপত্তনমে সেঞ্চুরির পরে দেখা গেল, দু’কানে দু’হাত রেখে দাঁড়িয়ে আছেন রাহুল। ইনিংসের মাঝে তাঁকে প্রশ্ন করা হয় এই বিশেষ উৎসব নিয়ে। রাহুলের জবাব, ‘‘ওটা এখন রহস্যই থাক না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৪:১২
Share:

অভিনব: সেঞ্চুরির পরে রাহুলের এই উৎসব নিয়ে শুরু জল্পনা। পিটিআই

সাদা বলের ক্রিকেটে কে এল রাহুলের দাপট চলছেই। বুধবার আবার সেঞ্চুরি পাওয়া গেল তাঁর ব্যাট থেকে। তবে এ বার সেঞ্চুরির পাশাপাশি যে জিনিসটা পাওয়া গেল রাহুলের কাছ থেকে, তা বেশ অভিনব। সেঞ্চুরি করে রাহুলের নতুন উৎসব।

Advertisement

বুধবার বিশাখাপত্তনমে সেঞ্চুরির পরে দেখা গেল, দু’কানে দু’হাত রেখে দাঁড়িয়ে আছেন রাহুল। ইনিংসের মাঝে তাঁকে প্রশ্ন করা হয় এই বিশেষ উৎসব নিয়ে। রাহুলের জবাব, ‘‘ওটা এখন রহস্যই থাক না।’’ রাহুল বলতে চাননি, কেন তিনি ওই বিশেষ উৎসব করলেন। তবে এই নিয়ে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যে কারণটা বেশি শোনা যাচ্ছে, তা হল, এই উৎসবের মাধ্যমে রাহুল বলতে চেয়েছেন— কে কী বলছে, তা আমি শুনতে চাই না।

টেস্টে খারাপ খেলার ফলে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছিল রাহুলকে। সাদা বলের ক্রিকেটে শিখর ধওয়ন-রোহিত শর্মার জুটিও ভাঙতে চাননি নির্বাচকেরা। এর পরে বিভিন্ন ম্যাচে উইকেট ছুড়ে দেওয়ার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই সেঞ্চুরির মাধ্যমে হয়তো সে সব সমালোচকদেরই জবাব দিয়ে গেলেন রাহুল।

Advertisement

আরও পড়ুন: হ্যাটট্রিকের পরে কুলদীপ: গুগলিতেই বাজিমাত

তবে রাহুল এটা বলেছেন, এই মুহূর্তে নিজের পছন্দ মতো জায়গায় খেলতে পারছেন তিনি। অর্থাৎ ওপেনে। মাঝে চার নম্বরেও ব্যাট করতে হয়েছিল রাহুলকে। এ দিন তিনি বলেছেন, ‘‘আমার সামনে সুযোগ এসেছে ওপেন করার। ইনিংসের শুরুতে ব্যাট করতেই আমি সব চেয়ে স্বচ্ছন্দ বোধ করি। আমার মনে হয়, ওপেন করতে পারলেই আমি সেরা খেলাটা দিতে পারব। এই সুযোগটা এখন কাজে লাগানোর চেষ্টা করছি।’’ ধওয়ন চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে রোহিতের সঙ্গে এখন ইনিংস ওপেন করছেন রাহুল। প্রথমে টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলার পরে এখন ওয়ান ডে-তেও দাপট দেখাচ্ছেন তিনি।

রাহুল জানাচ্ছেন, দল তাঁর থেকে ঠিক কী চায়, সে সম্পর্কে পরিষ্কার একটা ধারণা আছে। ‘‘আমার কী ভূমিকা, আমাকে কী দায়িত্ব দেওয়া হয়েছে, সে সব নিয়ে আমার একটা পরিষ্কার ধারণা আছে। আমি এখন মাঠে নেমে নিজের সেরাটা দিতে চাই।’’

আরও পড়ুন: কেকেআরের উচিত হেলসকে নেওয়া, পরামর্শ জোন্সের

বিশাখাপত্তনমে দুই ওপেনারে জুটিতে ওঠে ২২৭ রান। রোহিতের সঙ্গে তাঁর জুটি নিয়ে রাহুল বলেছেন, ‘‘আমরা প্রথমে তিন-চার ওভার দেখে নিতে চাইছিলাম। তার পরে সেই অনুযায়ী ইনিংস সাজাই। এমন নয় যে আমরা প্রথম থেকেই মারতে শুরু করি।’’ ব্যাটিং করার সময় দু’জনের মধ্যে কী কথা হচ্ছিল, জানতে চাওয়া হলে রাহুল বলেন, ‘‘বেশিরভাগটাই টেকনিক্যাল কথাবার্তা। কে সাবলীল ভাবে ব্যাট করছে, কে কোন বোলারকে সহজে খেলছে— এই সব।’’ নিজের ইনিংস নিয়ে রাহুল বলেছেন, ‘‘আজ আমার দিন ছিল। ভাগ্য ভাল, সব ঠিকঠাক হয়েছে।’’

অধিনায়ক কোহালি জানিয়েছেন, টসে হেরেও এত বড় রান তোলা তাঁর কাছে বড় প্রাপ্তি। তিনি বলেছেন, ‘‘টস জেতা-হারার উপরে এখন আমাদের আর নির্ভর করতে হচ্ছে না। সেটা অবশ্যই বড় প্রাপ্তি।’’ আরও বলেছেন, ‘‘রোহিত এবং রাহুল জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দুরন্ত খেলেছে শ্রেয়স এবং ঋষভ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement