Enforcement Directorate

রোজ ভ্যালি শুধু স্পনসর ছিল, ব্যাখ্যা কেকেআরের

এর আগে রোজভ্যালি মামলায় ৭০.১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৮
Share:

ফাইল চিত্র।

রোজ ভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কলকাতা নাইট রাইডার্সের অর্থ বাজেয়াপ্ত করা নিয়ে বিবৃতি দিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর।

Advertisement

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘২০১২ এবং ২০১৩ সালে কেকেআরের জার্সির স্পনসর ছিল রোজ ভ্যালি। এ জন্য রোজ ভ্যালি কেকেআরকে ১১.৮৭ কোটি টাকা দিয়েছিল স্পনসরশিপ ফি হিসেবে। এ ছাড়া রোজ ভ্যালি গ্রুপের সঙ্গে কেকেআরের কোনও লেনদেন হয়নি, রোজ ভ্যালির ক্ষুদ্র ঋণ ব্যবসা নিয়েও নয়।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘২০১৯ সালের জুলাই মাসে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ইডির তরফে সাক্ষী হওয়ার সমন পায়। রোজ ভ্যালি গ্রুপের বিরুদ্ধে চলা তদন্তের বিষয়েই এই সমন। ইডি এর পরে রোজ ভ্যালির তদন্ত চালিয়ে গিয়েছে। কেকেআরও সহযোগিতা করে গিয়েছে। এই তদন্তের অন্যতম অংশ হিসেবে ইডি এর আগে রোজ ভ্যালির মেটানো অর্থের উপর লিয়েন চালু করে। কেকআরের আশা ইডি এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি ঘটাবে।’’

এর আগে রোজভ্যালি মামলায় ৭০.১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। কেকেআর, কলকাতার একটি নামী কলেজ এবং অন্য একটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। জানা গিয়েছিল, তাতে মোট ১৬.২০ কোটি টাকা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement