Kiran More

যুদ্ধং দেহি মালিকের কথা ফাঁস কিরণের

১৯৮৯ ভারতীয় দলের পাকিস্তান সফরের তেমনই এক অজানা কাহিনি ফাঁস করলেন প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০৫:৩৯
Share:

অজানা ভারত-পাক দ্বৈরথের কথা মোরের মুখে।

ক্রমাগত স্লেজিংয়ে ক্ষুদ্ধ হয়ে পাকিস্তান তারকা সেলিম মালিক তাঁর দিকে ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিলেন। ১৯৮৯ ভারতীয় দলের পাকিস্তান সফরের তেমনই এক অজানা কাহিনি ফাঁস করলেন প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে।

Advertisement

‘দ্য গ্রেটেস্ট রাইভ্যালরি’ পডকাস্টে মোরে বলেছেন, “ওই সফরে দুই দলের ক্রিকেটারেরাই একে অপরকে বিস্তর স্লেজিং করেছিল। আমার মনে আছে, করাচি টেস্টে ক্ষুব্ধ সেলিম মালিক তো ব্যাট নিয়ে আমার দিকে তেড়ে এসেছিল। আমি পঞ্জাবি ভাষায় ওকে একটা অশালীন মন্তব্য করেছিলাম। আমার মনে হয় সেই সময় উইকেটে মাইক্রোফোন লাগানো থাকলে সমর্থকেরাও প্রচণ্ড অবাক হতেন।”

কথাপ্রসঙ্গে উঠে এসেছে জাভেদ মিয়াঁদাদের ১০০ টেস্ট খেলার গল্পও। মোরে বলেছেন, “লাহৌরে জাভেদ নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। ওই সময় বল করছিল মনিন্দর সিংহ। ওর খুব সম্ভবত তৃতীয় অথবা চতুর্থ বলটা জাভেদের প্যাডে লাগে। ওটা নিশ্চিত এলবিডব্লিউ ছিল। আমি আবেদন করি। জাভেদ আমার দিকে তাকিয়ে বলে উঠেছিল, ‘আরে, তুমি এত আবেদন করছ কেন? মনে রেখ এটা আমার ১০০তম টেস্ট। আমি একটা সেঞ্চুরি করেই আজ বাড়ি ফিরব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement