ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন শ্রীকান্ত। ফাইল ছবি
তাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন কিদম্বি শ্রীকান্ত। তাঁর ডান পায়ের কাফ মাসলে টান ধরেছে। এর ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ তিনি খেলতে পারবেন না।
শ্রীকান্তের ছিটকে যাওয়া নিয়ে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘‘ডান পায়ের কাফ মাসলে টান। তাই আজ ওয়াক ওভার দিতে হল কিদম্বি শ্রীকান্তকে। আগামী পাঁচ দিনে দেখা হবে ওর চোটের অবস্থা কীরকম। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, পরের প্রতিযোগিতায় ও খেলতে পারবে কিনা।’’
প্রথম রাউন্ডে শ্রীকান্ত ২১-১২, ২১-১১ ফলে হারান ভারতেরই সৌরভ বর্মাকে। তার আগে ব্যাঙ্ককে পৌঁছে কোভিড পরীক্ষা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। নমুনা সংগ্রহের সময় তাঁর নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গিয়ে যেভাবে রক্ত বার করে দেওয়া হল, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। যাঁরা নমুনা সংগ্রহ করেন এবং অন্য মেডিক্যাল স্টাফদের একহাত নেন তিনি।
আরও খবর: ১০ মাস শ্রীলঙ্কায় থেকেও করোনার জন্য রুটদের খেলা দেখতে পেলেন না ইংরেজ সমর্থক