কিদম্বি শ্রীকান্ত। ফাইল ছবি।
টমাস কাপের দুরন্ত ছন্দ তাইল্যান্ড ওপেনেও বজায় রাখলেন কিদম্বি শ্রীকান্ত। ফ্রান্সের প্রতিপক্ষ ব্রিস লেভেরেজকে হারিয়ে ভারতীয় শাটলার পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।
প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীকান্ত ৪৯ মিনিটের লড়াইয়ে জিতলেন ১৮-২১, ২১-১০, ২১-১৬ পয়েন্টের ব্যবধানে। প্রথম গেমে চেনা ছন্দে দেখা না গেলেও দ্বিতীয় গেমেই খেলায় ফেরেন শ্রীকান্ত। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের ন্যাট নুয়েন। দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধুও। তিনি ২১-১৯, ১৯-২১, ২১-১৮ ব্যবধানে হারালেন আমেরিকার লরেন লামকে।
দুই শাটলার জিতলেও ভারতীয়দের হতাশ করলেন অন্য দুই খেলোয়াড়। সাইা নেহওয়াল এবং এইচএস প্রণয় বিদায় নিলেন প্রথম রাউন্ডেই। তাইল্যান্ডেও ছন্দে ফিরতে পারলেন না সাইনা। তিনি ভাল শুরু করেও ২১-১১, ১৫-২১, ১৭-২১ পয়েন্টে হারলেন কোরিয়ার কিম গা ইউনের কাছে। পারলেন না প্রণয়ও। টমাস কাপে দুরন্ত খেলা শাটলার ১৭-২১, ২১-১৫, ১৫-২১ পয়েন্টে হারলেন মালয়েশিয়ার ড্যারেন লিউয়ের কাছে।
পুরুষ সিঙ্গলসে শ্রীকান্ত এগোলেও মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই হেরে গেলেন ভারতের অস্মিতা চালিহা। যোগ্যতা অর্জন পর্বে খেলে মূলপর্বের ছাড়পত্র পাওয়া অস্মিতাকে মাত্র ২৯ মিনিটেই ২১-১০, ২১-১৫ ব্যবধানে হারালেন প্রতিযোগিতার সপ্তম বাছাই তাইল্যান্ডের রতচানক ইনতানন। কানাডার মিচেল লি-র কাছে ১৩-২১, ১৮-২১ পয়েন্টে হেরে গিয়েছেন আকর্ষি কাশ্যপও। মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন ভারতের বি সুমিথ রেড্ডি-অশ্বিনী পোনাপ্পা জুটি। যদিও ডাবসলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারতের অশ্বিনী ভাট-শিখা গৌতম এবং ঈশান ভাটনগর-তনিশা ক্রাস্তো জুটি।