Khalid Jamil

আইএসএল-এ খালিদ, পাহাড়ের নতুন ক্লাবে তাঁর ছায়াসঙ্গী সিদ্দিকি

এ বছরই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মণিপুরের দলটি। একাধিক বাঙালি ফুটবলারকে সই করিয়েছে তারা। ট্রাউয়ের গোলকিপার কোচ হিসেবে দেখা যাবে সিদ্দিকিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৮
Share:

আই লিগ হাতে সিদ্দিকি। ছবি: ফাইল চিত্র।

খালিদ জামিলের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত তিনি। জনশ্রুতি বলে, খালিদ যেখানেই যান, সঙ্গে নিয়ে যান আবদুল আজিম সিদ্দিকিকে। এ বার অবশ্য চিত্রনাট্যে পরিবর্তন।

Advertisement

আইএসএল-এর দল নর্থ-ইস্ট ইউনাইটেডের সহকারি কোচ হয়েছেন খালিদ। সিদ্দিকিকেও চেয়েছিলেন তিনি। কিন্তু, নর্থ-ইস্ট-এর গোলকিপার কোচ হিসেবে সন্দীপ নন্দী আগেই সই করে দিয়েছেন। তাই সিদ্দিকির ঠিকানা বদলে হল ট্রাউ। এ বছরই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মণিপুরের দলটি। একাধিক বাঙালি ফুটবলারকে সই করিয়েছে তারা। ট্রাউয়ের গোলকিপার কোচ হিসেবে দেখা যাবে সিদ্দিকিকে।

ভারতীয় ফুটবলের মূলস্রোতে আবার ফিরছেন তিনি। খালিদের সঙ্গেই ইস্টবেঙ্গলে এসেছিলেন সিদ্দিকি। লাল-হলুদে খালিদের সময়টা ভাল যায়নি। গত মরসুমের শেষের দিকে মোহনবাগান কোচ করে এনেছিল খালিদকে। সিদ্দিকি ফেরেননি কলকাতার ক্লাবে। মুম্বইয়ে খালিদ জামিলের অ্যাকাডেমিতেই কাজ করতেন সিদ্দিকি।

Advertisement

ট্রাউয়ের প্রস্তাব সিদ্দিকি যখন পান, তখন তাঁর মায়ের শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। প্রথমটায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি। পরে অ্যাটলেটিক্স গ্লোবাল স্পোর্টসের কর্তারা তাঁকে বুঝিয়ে রাজি করান। সিদ্দিকিও রাজি হয়ে যান। ট্রাউয়ের জার্মান কোচ এবং বিদেশি সহকারীকোচের ভারতে আসতে দেরি হবে। দল নিয়ে নেমে পড়বেন সিদ্দিকি।

আরও পড়ুন: হেরে হাতাহাতি ইস্টবেঙ্গলের, আক্রান্ত রেফারি

আরও পড়ুন: কাতারকে হারিয়েছিলেন মেহতাব-নবিরা, আজ পারবেন গুরপ্রীতরাও, বিশ্বাস কোলাসোর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement