CK Vineeth

বিনীতকে চাকরির আশ্বাস কেরল সরকারের

কর্মস্থলে উপস্থিতির হার কম থাকার জন্য কিছু দিন আগেই চাকরী হারাতে হয় ভারতের এই তারকা ফুটবলারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১১:৪৬
Share:

সি.কে. বিনীত। -ফাইল চিত্র

ভারতীয় ফুটবলের অন্যতম উল্লেখযোগ্য নাম সি.কে. বিনীত। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল, যেখানেই খেলেছেন সেখানেই পেয়েছেন অসংখ্য সাফল্য। বিপদের সময় একক দক্ষতায় দলকে এনে দিয়েছেন কাঙ্খিত জয়।

Advertisement

কিন্তু কর্মস্থলে উপস্থিতির হার কম থাকার জন্য কিছু দিন আগেই চাকরী হারাতে হয় ভারতের এই তারকা ফুটবলারকে। বিভিন্ন ক্লাবে সুনামের সঙ্গে খেলা বিনীত এর পরই পরে যান ঘোর বিপদে।

আরও পড়ুন: ‘কোচ’ নাটকে যবনিকা, রবির উদয় যে পথে

Advertisement

এবার বহু কাঙ্খিত সেই চাকরিই বিনীত পেলেন নিজের রাজ্যে। বুধবার কেরলের ক্রীড়ামন্ত্রী এ.সি. মইদিন বলেন, “চাকরির জন্য আর হন্যে হয়ে ঘুরতে হবে না বিনীতকে। কেরল সরকার বিনীতকে তাঁর যোগ্য চাকরি দেবে।”

জাতীয় দল এবং আইএসএলে কেরলা ব্লাস্টার্সের নিয়মিত সদস্য হলেও একটি সরকারী চাকরি যে কতটা প্রয়োজন, তা ভালমতই বুঝেছিলেন বিনীত। ফুটবল খেলার মাঝেও একটা চাকরী জোগাড় করাই যে ছিল তাঁর মূল লক্ষ্য তা আগেই জানিয়ে ছিলেন এই কেরলের এই ফুটবলার। নিজের রাজ্য থেকে সেই বহু কাঙ্খিত চাকরি পেয়ে স্বভাবতই খুশি বিনীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement