Eden Garden bell

ঘন্টা বাজিয়ে ইডেন টেস্ট শুরু করবেন কপিল দেব

ইডেনে ঘন্টা বাজিয়ে দ্বিতীয় টেস্টের উদ্বোধন করবেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিরাট কোহালি। লর্ডসের স্টাইলে। সেই ঘন্টা বেশ কিছুদিন আগেই পৌঁছে গিয়েছে ইডেনে। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৯
Share:

ইডেন গার্ডেন। ছবি: পিটিআই।

ইডেনে ঘন্টা বাজিয়ে দ্বিতীয় টেস্টের উদ্বোধন করবেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিরাট কোহালি। লর্ডসের স্টাইলে। সেই ঘন্টা বেশ কিছুদিন আগেই পৌঁছে গিয়েছে ইডেনে। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে নিয়ে ভাল জায়গায় রয়েছেন বিরাট কোহালিরা। জিতেই ইডেনে নামতে চলেছে দল। যে কারণে উচ্ছ্বাসটাও অনেকটাই বেশি। সোমবার সিএবি যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘এটা সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরই চিন্তা-ভাবনার ফল। আর কপিল দেবও রাজি হয়েছেন।’’

Advertisement

ম্যাচ শুরু সকালে এই ঘন্টা বাজিয়েই শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিলভার কোটেড বিশালাকার এই ঘন্টা রাঘা হবে ইডেনের ঘরির নিচে। কয়েক দিনের মধ্যেই লাগিয়ে ফেলা হবে সেই ঘন্টা। প্রথম দিন ঘন্টা বাজিয়ে যে ভাবে ম্যাচ শুরু করবেন কপিল ঠিক সে ভাবেই বাকি চারদিনও ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করা হবে। এই চারদিন দেখা যাবে চার জনকে। তাঁরা কারা জানা যায়নি।

ইডেন টেস্টকে অন্য মাত্রা দিচ্ছে আরও একটি ঘটনা। যে ভাবে কানপুর টেস্ট লেখা থাকবে ইতিহাসে ৫০০তম টেস্ট খেলার জন্য ঠি সে ভাবেই ঘরের মাটিতে ২৫০তম টেস্টের জন্য লেখা থাকবে ইডেনের নাম। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়ে দিয়েছেন ওই দিন সংবর্ধিত করা হবে দুই দলকে। দেওয়া হবে ১০০ গ্রামের রুপোর কয়েন। ১ অক্টোবর কলকাতার আসবেন তিনি। ম্যাচের তৃতীয়দিন এই সংবর্ধনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অভিষেক ডালমিয়া। পাশাপাশি টসের জন্য বিশেষ সোনার কয়েনের ব্যবস্থা করছে সিএবি। মঙ্গলবার শহরে চলে আসছে দল।

Advertisement

আরও খবর

ঐতিহাসিক টেস্ট লেখা থাকল অশ্বিন, জাদেজার নামে

আনন্দ উৎসবে ‘বাঙালি স্বাদে’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement