Kapil Dev

Kapil Dev: পেরিয়ে গিয়েছে ৩৮ বছর, কপিলের অপরাজিত ১৭৫ রানের সেই ব্যাট এখন কোথায়?

সেই দিন কপিলের সেই ইনিংস না থাকলে ম্যাচ জেতাই হত না ভারতের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৪:৪৮
Share:

৩৮ বছর আগে বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলেছিলেন কপিল। ছবি: টুইটার থেকে

ভারতের প্রথম বিশ্বকাপ জয় শুধু নয়, ১৯৮৩ সালের বিশ্বকাপ সাক্ষী ছিল কপিল দেবের অপরাজিত ১৭৫ রানের ইনিংসেরও। সেই ব্যাট হাতে ৩৮ বছর পরে হাজির স্বয়ং কপিল।

Advertisement

টি২০ যুগ তখন কল্পনার বাইরে। তেমন একটা সময় ৩৮ বছর আগে বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলেছিলেন কপিল। ১৮ জুন, ১৯৮৩, ক্রিকেট বিশ্ব দেখেছিল ১৩৮ বলে তাঁর অপরাজিত ১৭৫ রান। বিশ্বকাপের মঞ্চে সেই দিন বিপক্ষে ছিল জিম্বাবোয়ে। যে ব্যাটে তিনি এই রান করেছিলেন, সেই ব্যাট হাতেই একটি ভিডিয়ো শুক্রবার দেখা যায় এক সাংবাদিকের টুইটারের পাতায়। ব্যাট হাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্টান্স নিচ্ছেন কপিল। মুখে তৃপ্তির হাসি।

হবে নাই বা কেন? সেই দিন কপিলের সেই ইনিংস না থাকলে ম্যাচ জেতাই হত না ভারতের। ৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ভারতের হাল ধরনের কপিল। ভারত শেষ করে ২৬৬ রানে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩১ রানে জয় পায় ভারত। বল হাতে একটি উইকেটও নেন কপিল। বলার অপেক্ষা রাখে না যে ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement