ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা কপিলের

বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়কের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের নীতি নির্ধারক আধিকারিক ডি কে জৈন সিএসি প্যানেলকে স্বার্থ সংঘাতের নোটিশ পাঠিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০৪:২১
Share:

বিদ্ধ: স্বার্থ সংঘাত সংক্রান্ত অভিযোগের কারণে সরে দাঁড়ালেন ক্রিকেট পরামর্শদাতা কমিটি থেকে কপিল ও রঙ্গস্বামী (মাঝে)। ফাইল চিত্র

ভারতীয় বোর্ডের তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। সংবাদসংস্থাকে একটি সূত্র জানিয়েছে, ‘‘খবরটা সত্যি। সিএসি প্রধানের পদ থেকে কপিল ইস্তফা দিয়েছেন।’’ সেই সূত্র আরও বলেছে, ‘‘সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) যদি সরকারী ভাবে ঘোষণা করত যে সিএসি কমিটি ভেঙে দেওয়া হল, সেটাই আদর্শ হত। কারণ সিওএ প্রধান বিনোদ রাই আগেই বলেছিলেন এই কমিটি গঠন করা হয়েছিল ভারতীয় দলের কোচ নির্বাচনের জন্য।’’

Advertisement

বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়কের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের নীতি নির্ধারক আধিকারিক ডি কে জৈন সিএসি প্যানেলকে স্বার্থ সংঘাতের নোটিশ পাঠিয়েছিলেন। স্বার্থ সংঘাতের এই অভিযোগ তুলেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। সিএসি প্যানেল গঠিত হয়েছিল কপিল, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীকে নিয়ে। স্বার্থ সংঘাতের নোটিশ পাওয়ার পরে রঙ্গস্বামীও নিজের অবস্থান ব্যাখ্যা করে ইস্তফা দিয়েছেন।

সংবাদসংস্থাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রঙ্গস্বামী বলেছেন, ‘‘সিএসি থেকে এবং খেলোয়াড়দের সংগঠনের ডিরেক্টর পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। আগের দিন রাতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। অনেকে ব্যক্তিগত ভাবে অভিযোগ তুলতেই পারে। কিন্তু নীতি নির্ধারক আধিকারিক যদি সব কিছুতেই গুরুত্ব দেন তা হলে এই দায়িত্ব চালিয়ে যাওয়া যায় না।’’ তাঁর মতে, এর ফলে প্রাক্তন খেলোয়াড়দের প্রশাসনে আসাটাও কঠিন হয়ে উঠবে। উপদেষ্টা কমিটির আর এক সদস্য অংশুমান গায়কোয়াড় জানিয়েছেন, তিনি এই বিষয়ে দ্রুত নিজস্ব মতামত জানিয়ে দেবেন ডি কে জৈনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement