পিসিবি-র উপরে অভিমান রয়েছে কানেরিয়ার। —ফাইল চিত্র।
ব্রায়ান লারাকে স্লেজিং করেছিলেন কানেরিয়া। তার পরে ক্যারিবিয়ান কিংবদন্তি কানেরিয়াকে একাধিক বার বাউন্ডারির বাইরে ফেলেছিলেন। ১৪ বছর আগের সেই ঘটনার কথা ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজি। যা শোনার পরে দানিশ কানেরিয়া তাঁর প্রতি যে বঞ্চনা হয়েছিল, সে কথা তুলে ধরেন।
ঘটনাটা কী? ২০০৬ সালের মুলতান টেস্টে লারা ২১৬ রানের ইনিংস খেলেছিলেন। বাঁ হাতি ক্যারিবিয়ানের জন্য ওয়েস্ট ইন্ডিজ ৫৯১ রানের ইনিংস গড়েছিল। লারা বনাম কানেরিয়া অধ্যায় সম্পর্কে ইউটিউব চ্যানেলে ইনজি বলেন, ‘‘কানেরিয়া গুগলি দিয়েছিল। সেই ডেলিভারি বোলারের পিছন দিয়ে মারে লারা। সেই সময়ে লারাকে উদ্দেশ করে কানেরিয়া বলে, ওয়েল প্লেড ব্রায়ান। লারাও সঙ্গে সঙ্গেই দানিশকে বলে ওকে স্যর। তার পরের তিন বল মাঠের বাইরে পাঠিয়েছিল লারা।’’
সেই টেস্ট ম্যাচে পাক দলের ক্যাপ্টেন ছিলেন ইনজামাম। লারাকে বিরক্ত করতে বলেছিলেন তিনিই। উদ্দেশ্য ছিল লারা বিরক্ত হয়ে উইকেট ছুড়ে দেবেন। ইনজি বলেন, ‘‘আমি ভেবেছিলাম লারা রেগে গিয়ে ওর উইকেট বোধহয় ছুড়ে দেবে। লারা বড় শট খেলতে পারে, তা ভেবেই বাউন্ডারি লাইনে ফিল্ডার রেখে দিয়েছিলাম। কিন্তু তাতেও দমিয়ে রাখা যায়নি লারাকে। মাঠের বিভিন্ন প্রান্তের বাউন্ডারিতে দানিশকে পাঠায় লারা।’’
আরও পড়ুন: আইপিএল না হলে সমস্যা বাড়বে ধোনির, বলছেন মদন লাল
প্রাক্তন অধিনায়কের এমন মন্তব্য ভাল ভাবে নেননি পাকিস্তানের চতুর্থ উইকেট শিকারী। ইনজিকে ঠুকে তিনি বলেছেন, ‘‘কেরিয়ারে আমি ব্রায়ান লারার উইকেট পাঁচবার নিয়েছি। পিসিবি যদি আমার পাশে থাকত, তাহলে আরও রেকর্ড আমি ভাঙতে পারতাম।’’