Cricket

বিশ্বকাপের জন্য প্রথম পছন্দ ধোনিই, বলছেন পাকিস্তানের এক নম্বর উইকেটকিপার

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের বল শেষ পর্যন্ত গড়ায় কিনা, তা জানা যাবে আগামী মাসে।

Advertisement

সংবাদ সংস্থা 

ইসলামাবাদ শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ১৪:১৮
Share:

উইকেট কিপার হিসেবে ধোনিকে চাইছেন ক্রিকেটাররাও। —ফাইল চিত্র।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এক নম্বর উইকেটকিপার হিসেবে কাকে পছন্দ? প্রশ্নটা করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমলকে।

Advertisement

আর সোশ্যাল মিডিয়ায় পাঠানো এই প্রশ্নের জবাব দিতে সময় নেননি তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশী দেশের একনম্বর উইকেটকিপার হিসেবে তাঁর প্রথম পছন্দ যে মহেন্দ্র সিংহ ধোনি, তা জানালেন বহু যুদ্ধের সৈনিক আকমল।

যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের বল শেষ পর্যন্ত গড়ায় কিনা, তা জানা যাবে আগামী মাসে। টি টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হলেও তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের পাশাপাশি একটি ক্রিকেট ওয়েবসাইট আকমলকে প্রশ্ন করে, টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার হিসেবে কাকে পছন্দ? জবাবে আকমল বলেন, প্রথম পছন্দ অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।

Advertisement

আরও পড়ুন: করোনা আতঙ্ক কাটিয়ে মাঠে নেমেই পেনাল্টি ফস্কালেন রোনাল্ডো

গত বারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পর থেকে ধোনিকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি। তাঁর অপেক্ষায় দিন গুনছেন ধোনি-ভক্তরা। এ দিকে লোকেশ রাহুল ব্যাটিংয়ের পাশাপাশি ভাল উইকেট কিপিংও করছেন। সেই কারণেই আকমল প্রথম পছন্দ হিসেবে ধোনিকে রাখার পাশাপাশি দ্বিতীয় পছন্দ হিসেবে রাহুলকে বেছে নিয়েছেন।

অন্যান্য ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আকমলও ধোনিকেই উইকেটের পিছনে দেখতে চাইছেন টি টোয়েন্টি বিশ্বকাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement