চতুর্মুকুট হল না মোহনবাগানের। পি সেন ফাইনালে সোমবার কালীঘাট তাদের আট রানে হারাল। মরসুমে এটাই কালীঘাটের প্রথম ট্রফি। সোমবার ইডেনে দুই ওপেনার শিবশঙ্কর রায় (১৩৮ ন.আ) আর ইশাঙ্ক জাগ্গির (১২৭) জোড়া সেঞ্চুরির জোরে ৪৫.১ ওভারে ৩০৬-৪ রান তুলেছিল কালীঘাট। মনোজ তিওয়ারি করেন ১৫। এর পরই বৃষ্টি শুরু হওয়ায় কালীঘাট আর ব্যাট করতে পারেনি। এটাই বাগানের টার্গেট দাঁড়ায়। আবিদ নইবি (২-২৭), সায়ন ঘোষ (১-৩২), শিবশঙ্কর পালদের (১-৪৪) দাপটে এক সময় ১৬২ রানে ৬ উইকেট চলে গিয়েছিল তাদের। এর পর বৃষ্টি আরও দু’বার বাধা হয়ে দাঁড়ালে দু’বার পরিবর্তিত টার্গেট দিতে হয়। প্রথমে ৩৮ ওভারে ২৫৪ এবং ৩১ ওভারে ২০৮। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় মোহনবাগানকে জিততে এক ওভারে ২৫ তুলতে হবে। বল করতে আসেন মনোজ তিওয়ারি। দেবব্রত দাসকে (৭৭) ওই ওভারে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন কালীঘাট ক্যাপ্টেন।