কানাডা ওপেন জয় জ্বালা-অশ্বিনী জুটির

নেদারল্যান্ডসের শীর্ষ বাছাই জুটিকে হারিয়ে কানাডা ওপেন জিতল জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি। জুটি বাঁধার পর এই প্রথম খেতাব পলেন জ্বালা-অশ্বিনী। তাঁরা মাস্কেনস-পিয়েক জুটিকে ২১-১৯ এবং ২১-১৬ ফলাফলে হারায়। ম্যাচের প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই প্রতিপক্ষের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ১২:২৯
Share:

ফাইল চিত্র।

নেদারল্যান্ডসের শীর্ষ বাছাই জুটিকে হারিয়ে কানাডা ওপেন জিতল জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি। জুটি বাঁধার পর এই প্রথম খেতাব পলেন জ্বালা-অশ্বিনী। তাঁরা মাস্কেনস-পিয়েক জুটিকে ২১-১৯ এবং ২১-১৬ ফলাফলে হারায়। ম্যাচের প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই প্রতিপক্ষের মধ্যে। মাস্কেনস-পিয়েক জুটিকে চ্যালেঞ্জ ছুড়ে রুখে দাঁড়ান জ্বালা-অশ্বিনী। প্রথম সেট ২১-১৯ পয়েন্টে জিতে নেন তাঁরা। কিন্তু দ্বিতীয় সেটে আক্রমণের সেই ধার ছিল না নেদারল্যান্ডস জুটির। সেটের শুরুতেই ৫-০ পয়েন্টে এগিয়ে যান অশ্বিনীরা। একটা সময় ম্যাচ পয়েন্ট দাঁড়ায় ১৫-৬। তখন মনে হয়েছিল নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারবে না ভারতীয় জুটির সামনে। কিন্তু সকলের সেই ধারণাকে ভ্রান্ত করে পর পর ৯ পয়েন্ট জিতে নেন তাঁরা। স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ১৫-১৫ পয়েন্ট। ম্যাচ পয়েন্ট যখন সমান সমান সেখান থেকে ফের নিজেদের সামলে প্রতিপক্ষকে ২১-১৬ পয়েন্টে হারান জ্বালা-অশ্বিনী জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement