বোনুচ্চি বনাম আলেগ্রির গৃহযুদ্ধ দূরে রেখে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল জুভেন্তাস।
বুধবার রাতে এফসি পোর্তোকে ২-০ হারাল জুভেন্তাস। যে ম্যাচ স্ট্যান্ডে বসেই দেখতে হল জুভেন্তাসের তারকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে। গত শুক্রবার সেরি এ ম্যাচে ঝামেলায় জড়িয়ে পড়েন বোনুচ্চি ও জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ভিডিওতে ধরা পড়ে ইতালীয় ডিফেন্ডারের সঙ্গে তর্কাতর্কি করছেন আলেগ্রি। শাস্তি হিসেবে পোর্তো ম্যাচের দল থেকে তাঁকে ছাটাই করেন আলেগ্রি।
কিন্তু বোনুচ্চি বাদ পড়লেও, জুভেন্তাসের জিততে কোনও সমস্যা হয়নি। বরং প্রথমার্ধের শুরুতেই পোর্তোর অ্যালেক্স টেলেস লাল কার্ড দেখায় জুভেন্তাসের কাজ আরও সহজ হয়ে যায়। জুভেন্তাস আক্রমণকে আটকাতে ব্যর্থ হয় পোর্তো। দানি আলভেজ ও মার্কো পিয়াকার গোলে দুটো অ্যাওয়ে গোল পেয়ে কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়ে রাখল জুভেন্তাস। ‘‘বোনুচ্চির সঙ্গে আমার ঝামেলা মিটে গিয়েছে। ও ক্ষমা চেয়েছে। আজ জিততে পেরে খুব খুশি,’’ বলছেন আলেগ্রি।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আবার লেস্টারকে ২-১ হারাল সেভিয়া।