Tennis

টেনিসে এশীয় সেরা বাঙালি কন্যা, ভবিষ্যতের তারকা হওয়ার ‘আকাঙ্ক্ষা’

এশিয়ান জুনিয়র টেনিসের ডাবলসের ফাইনালে আকাঙ্ক্ষা এবং আহান জেতে শার্বস্ত্রি এবং নিশিতার বিরুদ্ধে। আকাঙ্ক্ষারা জেতে ৬-২, ৬-২ সেটে। সিঙ্গলসের ফাইনালে আকাঙ্ক্ষাকে ২-৬, ৪-৬ সেটে হারিয়ে দেয় আহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২২:৪১
Share:

কীর্তি গড়লেন আকাঙ্ক্ষা ঘোষ। —নিজস্ব চিত্র

প্রথম বাঙালি হিসাবে কীর্তি গড়লেন আকাঙ্ক্ষা ঘোষ। অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিসে ডাবলসে জিতল সে। সিঙ্গলসে ফাইনালে উঠেও হার। যাঁর সঙ্গে জুটি বেঁধে ডাবলস জিতল, সেই আহানের বিরুদ্ধেই সিঙ্গলসে হারল আকাঙ্ক্ষা।

Advertisement

এশিয়ান জুনিয়র টেনিসের ডাবলসের ফাইনালে আকাঙ্ক্ষা এবং আহান জেতে শার্বস্ত্রি এবং নিশিতার বিরুদ্ধে। আকাঙ্ক্ষারা জেতে ৬-২, ৬-২ সেটে। সিঙ্গলসের ফাইনালে আকাঙ্ক্ষাকে ২-৬, ৪-৬ সেটে হারিয়ে দেয় আহান। আকাঙ্ক্ষাই প্রথম বাঙালি যে এশিয়ান জুনিয়র টেনিসের ফাইনালে উঠল এবং ডাবলসে জিতল। আগামী দিনে এই আকাঙ্ক্ষার হাত ধরে টেনিসে বাংলার নাম আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন অনেকে।

অসমের জোরহাটে এ বারের জুনিয়র টেনিসের আসর বসেছিল। সেখানেই পুরস্কার জিতে নিল আকাঙ্ক্ষা। ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement