স্বপ্নের মাঠে প্রিটি ওম্যান

স্ট্যান্ডে জোসে মোরিনহোর সঙ্গে জুলিয়া রবার্টস! অভাবনীয় হলেও সত্যি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০৩:৩২
Share:

স্ট্যান্ডে জোসে মোরিনহোর সঙ্গে জুলিয়া রবার্টস!

Advertisement

অভাবনীয় হলেও সত্যি।

গত কাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচে ২৮ মিনিটের মাথায় বোতলে লাথি মারায় রেফারি ম্যাঞ্চেস্টার কোচকে সোজা স্ট্যান্ডে পাঠিয়ে দেন। যেখানে ম্যাচ দেখতে হাজির ছিলেন ‘প্রিটি ওম্যান’— অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। সঙ্গে তাঁর স্বামী ও তিন সন্তান। বাচ্চাদের নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে নেমে পড়েন জুলিয়া। দর্শক ছিলেন ইউনাইটেড প্লেয়ার মাইকেল ক্যারিক।

Advertisement

থিয়েটার অব ড্রিমসে স্বপ্নসুন্দরী হাজির থাকলেও ইউনাইটেডের খেলায় কোনও সৌন্দর্য আপাতত দেখা যাচ্ছে না। ঘরের মাঠে শেষ জয় এসেছে সেপ্টেম্বরে, টানা চারটে ড্র। ১৯৯০-এর পর এত খারাপ শুরু কোনও দিন করেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেডের এত খারাপ শুরুর পিছনে অবশ্য আঙুল উঠছে এক জনের দিকেই— কোচ মোরিনহো। তাঁর মেজাজ দেখার পর অনেক ফুটবল বিশেষজ্ঞই দাবি তুলেছেন, মোরিনহোকে এ বার ছ’ম্যাচ সাসপেন্ড করা হোক। যাতে ভবিষ্যতে এ রকম কিছু করার আগে একশো বার ভাবেন।

এই কঠিন সময়েও অবশ্য মোরিনহোর পাশে দাঁড়িয়েছেন ইউনাইটেডের সহকারী কোচ রুই ফারিয়া। যিনি বলছেন, ‘‘ম্যান ইউনাইটেড ঠিক ফর্ম ফিরে পাবে। মোরিনহো আগেও বড় ক্লাবের দায়িত্ব নিয়েছে। ও জানে কী ভাবে জেতাতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement