জোসেবা বেইতিয়া
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত কিংবদন্তি বাস্কেটবলার কোবি ব্রায়ান্টের মৃত্যুর ছায়া পড়ল ময়দানেও। মঙ্গলবার সকালে অনুশীলনের পরে মোহনবাগানের স্পেনীয় মিডিয়ো জোসেবা বেইতিয়া বলে দিলেন, ‘‘কোবির খেলার আমি ভক্ত ছিলাম। চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ জিতলে আমি ওঁকেই জয় উৎসর্গ করতে চাই।’’ একটু পরে ত্রিনিদাদ ও টোবাগ্যোর ড্যানিয়েল সাইরাস নিজের চোটের কথা বলার পাশাপাশি বলে গেলেন, ‘‘চোটের জন্য আমি দলের সঙ্গে যেতে পারছি না। আর কোবি ব্রায়ান্টের খেলা আমার ভাল লাগত। ঠিক করে রেখেছি, লিগ জিতলে ওঁকেই জয় উৎসর্গ করব।’’ বেইতিয়া-সাইরাসদের কোচ কিবু বললেন, ‘‘আমি ওর খেলা স্পেনে বসে দেখেছি। আমার প্রিয় খেলোয়াড়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মনটা খারাপ হয়ে গিয়েছে।’’
৩১ জানুয়ারি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগানের। আজ, বুধবার রওনা হচ্ছে কিবু-বাহিনী। তার আগে কলকাতার শেষ অনুশীলনে তাঁকে ব্যস্ত থাকতে হল ড্যানিয়েল সাইরাসের বদলি খুঁজতে। অনুশীলনে মনে হয়েছে, ফ্রান গঞ্জালেস বা গুরজিন্দর কুমারকে খেলানোর কথা ভাবছেন তিনি।
অন্য দিকে, আলেসান্দ্রো মেনেন্দেসের জায়গায় ইস্টবেঙ্গল যাঁকে নিচ্ছে, সেই মারিয়ো রিভোরাকে দ্রুত আনার চেষ্টা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা। খাইমে সান্তোস কোলাদোদের ম্যাচ ১ ফেব্রুয়ারি ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে, কল্যাণীতে। তার আগে মারিয়ো আসবেন কি না, তা স্পষ্ট নয়। চেন্নাইকে হারিয়ে শহরে ফেরা বাস্তব রায়ের কোচিংয়ে থাকা দল এ দিন দুপুরে অনুশীলন করে যুবভারতী সংলগ্ন মাঠে। হারের হ্যাটট্রিকের পরে জয়ে ফেরায় লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে। দলের এক সদস্য বললেন, ‘‘আর একটি, দুটো ম্যাচ জিতলে ফিরে আসা যাবে খেতাবের লড়াইতে।’’
আলেসান্দ্রোর পাশে অবশ্য এ দিন দাঁড়ালেন মোহনবাগান কোচ। কিবু বলছেন, ‘‘আলেসান্দ্রো খুব ভাল কোচ। দলের সমস্ত ভাল-মন্দ কোচের উপরেই শুধু নির্ভর করে না। অনেক সময় ভাল খেলেও হেরে যায় দল। ফুটবল মাঠ এমনই নিষ্ঠুর। আলেসান্দ্রো দেশে ফিরে যাওয়ার আগে ওকে এসএমএস করেছি।’’