Joseba Beitia

ঠিকানা বদলাচ্ছে বেইতিয়ার, খেলতে পারেন পঞ্জাব এফসিতে

মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন বেইতিয়া। আই লিগে ৩টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ন'টিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ২১:১০
Share:

হোসেবা বেইতিয়া। —ফাইল চিত্র

মোহনবাগানকে আই লিগ এনে দেওয়ার অন্যতম নায়ক হোসেবা বেইতিয়ার জার্সির রং বদলাতে চলেছে এই মরসুমে। সব ঠিকঠাক থাকলে আই লিগের ক্লাব রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে খেলতে দেখা যাবে মাঝমাঠের এই তারকা ফুটবলারকে। এই পঞ্জাব এফসি মিনার্ভা নামেই পরিচিত ছিল। পরে রাউন্ডগ্লাস ক্লাবের দায়িত্ব নিয়ে নেয়। সূত্রের খবর, সেই ক্লাবের পথে বেইতিয়া।

Advertisement

মোহনবাগানের মাঝমাঠ নিয়ন্ত্রণ করতেন তিনি। সেট পিস থেকে গোল করেছেন। গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছেন সতীর্থদের। সমর্থকরা তাঁকে আদর করে ‘গ্রিন অক্টোপাস’ বলতেন। মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন বেইতিয়া। আই লিগে ৩টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ন'টিতে।

মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে কোচ কিবু ভিকুনা চলে গিয়েছেন আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্সে। সেই সময়ে শোনা গিয়েছিল বেইতিয়ার ঠিকানাও কেরল। সূত্রের খবর, বেইতিয়া দু' বছরের জন্য খেলতে পারেন পঞ্জাবের ক্লাবটিতে। মোহনবাগানের প্রাক্তন তারকাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। দিনকয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বেইতিয়ার জার্সির রং।

Advertisement

আরও পড়ুন: করোনা আক্রান্ত রোনাল্ডো, জানাল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন এ লিগের অভিজ্ঞ ডিফেন্ডার স্কট নেভিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement