ওয়ান ডে সিরিজে অন্য যুদ্ধ হবে, বলছেন বাটলার

টেস্ট সিরিজ হারার পর এ বার সীমিত ওভারের সিরিজেও ভারতের বিরুদ্ধে এঁটে ওঠা কঠিন, স্বীকার করে নিচ্ছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড ক্যাপ্টেন বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি আমরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০৩:৪২
Share:

চলছে মহেন্দ্র সিংহ ধোনির জিম সেশন। রবিবার মুম্বইয়ে।

টেস্ট সিরিজ হারার পর এ বার সীমিত ওভারের সিরিজেও ভারতের বিরুদ্ধে এঁটে ওঠা কঠিন, স্বীকার করে নিচ্ছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড ক্যাপ্টেন বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি আমরা। ভারতের মতো শক্তিশালী দলকে ওদের ঘরের মাঠে হারানো আরও কঠিন। তবে আমাদের কাছে সেটাই আসল চ্যালেঞ্জ।’’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘সিরিজটা খুব বড় নয়। তবে মনে হয় এই সিরিজ থেকেও আমারা অনেক কিছু শিখতে পারব।’’

Advertisement

ইংল্যান্ড সহ-অধিনায়ক জস বাটলার আবার বলছেন, টেস্ট সিরিজের থেকে সীমিত ওভারের সিরিজে যুদ্ধ অন্য। কিছু দিন আগেই টেস্ট সিরিজে খেলার সুবাদে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আরও সুবিধে হবে বলে মনে করছেন তিনি। বাটলার বলেন, ‘‘ক্রিসমাসের আগে টেস্ট সিরিজে এখানে খেলার ব্যাপারটা আমাদের পক্ষে ভাল হয়েছে। যদিও ওয়ান ডে সিরিজ একেবারে আলাদা রকম হবে। টেস্ট সিরিজের থেকে আমাদের ওয়ান ডে-র টিমও আলাদা। তবে যত বারই ভারতে আসতে হোক না কেন নতুন করে মানিয়ে নিতে হয়। আমদের সে ভাবে প্রস্তুত থাকতে হবে।’’


নেটে নেমে পড়লেন যুবরাজ সিংহ। ছবি-টুইটার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement