Joni Kauko

Joni Kauko: এটিকে মোহনবাগানে সই করেই কাউকোর মাথায় ঢুকে গিয়েছে ডার্বি

ডার্বি নিয়ে কাউকো উত্তেজিত হলেও এ মরসুমে আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১২:৫৯
Share:

জনি কাউকো টুইটার

এটিকে মোহনবাগানে সই করার পর থেকেই ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন জনি কাউকো। শুধু ডার্বি নয়, এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করাই লক্ষ্য ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপে খেলা এই সেন্ট্রাল মিডফিল্ডারের।

Advertisement

কাউকো বলেন, ‘‘আগামী মরসুমে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। আমাদের দলের ফুটবলারদের সেই ক্ষমতা রয়েছে। আমি ডার্বির কথা শুনেছি। প্রত্যেক দেশেই এমন ডার্বি রয়েছে। ফিনল্যান্ডেও এই রকম ডার্বি হয়।’’

ডার্বির উত্তেজনা দারুণ উপভোগ করেন কাউকো। এটিকে মোহনবাগানের এই ফুটবলার বলেন, ‘‘ডার্বি ম্যাচ খেলতে আমার খুব ভাল লাগে। ফুটবলার ও সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয় এই ধরনের ম্যাচ নিয়ে। লিগ টেবিলের কে কোথায় রয়েছে তা গুরুত্ব পায় না। এই ম্যাচ সবার থেকে একেবারে আলাদা।’’

Advertisement

ডার্বি নিয়ে কাউকো উত্তেজিত হলেও এ মরসুমে আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। শ্রী সিমেন্টের সঙ্গে ক্লাবের চূড়ান্ত চুক্তিপত্র সই না হওয়ায় অনিশ্চিত লাল-হলুদের ভবিষ্যৎ।

ইউরো কাপে খেলার পরও এটিকে মোহনবাগানে যোগ দিলেন কেন? এই প্রশ্নের উত্তরে কাউকো বলেন, ‘‘ছোট থেকেই আমি অন্যরকম কিছু করতে ভালবাসি। সারা দুনিয়া ঘুরে বেড়িয়ে নতুন সংস্কৃতি, ভাষা সম্পর্কে জানতে আমার ভালো লাগে। ভারতে সবকিছুই আমার কাছে নতুন। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব।’’

এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই নেটমাধ্যমে প্রচুর বার্তা পাচ্ছেন কাউকো। তিনি বলেন, ‘‘আমি সবাইকে উত্তর দিতে পারছি না। তাই দুঃখিত। অনেক বার্তা আসছে। আমি সবার বার্তাই পড়ি। সমর্থকরা আমায় শক্তি দেন। ভাল খেলার জন্য স্টেডিয়ামের পরিবেশ ও অনুভূতি ভাল হওয়াটা খুব জরুরী। আমি আর অপেক্ষা করতে পারছি না।’’

এবারের ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলেছেন কাউকো টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement