গত বার কলকাতা ডার্বিতে নেমেই গোল করেছিলেন। এ বার তাঁর দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা। —ফাইল চিত্র।
ইস্টবেঙ্গলের রক্ষণকে নির্ভরতা দিতে সোমবার কলকাতা চলে এলেন কোস্তা রিকার বিশ্বকাপার জনি আকোস্তা। তিনি শহরে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রশ্ন শুরু হয়ে গেল, কাকে ছেড়ে দেবে লাল-হলুদ শিবির।
কোচ মারিয়ো রিভেরার বিরুদ্ধে তোপ দেগে আনসুমানা ক্রোমা নিজেই নিজেকে বিপন্ন করেছেন। তাঁকে ছেড়ে দেওয়ার প্রবল সম্ভাবনা হলেও মঙ্গলবারের ইস্টবেঙ্গল-গোকুলম ম্যাচের পরেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।
সময়টা ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক গোল করার সুযোগ নষ্ট করে কোনওরকমে ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। গোকুলম শক্তিশালী প্রতিপক্ষ। কেরলের দলটির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রক্ষণ কেমন খেলে, সেটাই দেখার।
আরও পড়ুন: লড়াই টানটান, রঞ্জি ফাইনালে উঠতে বাংলার চাই ৭ উইকেট, কর্নাটকের দরকার ২৫৪ রান
মঙ্গলবারের গোকুলম ম্যাচের পরে চলতি মাসের ৯ তারিখ ইস্টবেঙ্গল-রিয়েল কাশ্মীর খেলা। তার পরেই ডার্বি। মোহনবাগান শিবির আই লিগ জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে। সব ঠিকঠাক থাকলে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাতে নামবেন আকোস্তা।
আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা পর্বের ভারত-আফগানিস্তান ম্যাচ পেল যুবভারতী