Jofra Archer

চলতি সপ্তাহেই অনুশীলনে নামছেন আর্চার, স্বস্তিতে রাজস্থান রয়্যালস

ভারতের বিরুদ্ধে সফর চলাকালীনই হাতের চোট নিয়ে সমস্যায় পড়েন রাজস্থান রয়্যালসের জোরে বোলার জফ্রা আর্চার। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২০:১৪
Share:

জফ্রা আর্চার ছবি টুইটার

অবশেষে অনুশীলনে নামার ছাড়পত্র পেলেন জফ্রা আর্চার। ফলে স্বস্তিতে রাজস্থান রয়্যালস। ইসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে চলতি সপ্তাহেই আর্চারকে অনুশীলন করার ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বোলিং শুরু করতে পারবেন তিনি।

Advertisement

ভারতের বিরুদ্ধে সফর চলাকালীনই হাতের চোট নিয়ে সমস্যায় পড়েন রাজস্থান রয়্যালসের জোরে বোলার জফ্রা আর্চার। বাড়িতে ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কাচ ভেঙ্গে হাতে ঢুকে যায় তাঁর। অস্ত্রোপচার করে সেই কাচ বের করতে হয়। সেই কারণেই আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের এই জোরে বোলার।

তবে কবে তাঁকে র‍য়্যালসের জার্সি পড়ে কবে বল করতে দেখা যাবে তা এখনও অজানা। বিজ্ঞপ্তিতে ইসিবি জানায়, ‘অস্ত্রোপচারের পর তাঁর হাত সেরে উঠছে। ডাক্তাররা অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন তাঁকে। আগামী সপ্তাহে বোলিং শুরু করবেন আর্চার। তবে কবে ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement