ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। ছবি: এএফপি।
জল্পনা ছিলই। কুক পরবর্তি সময়ে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব উঠবে জো রুটের হাতেই। সেই মতো সোমবার ইসিবি ঘোষণা করে দিল রুটের নাম। ভারতের কাছে ৪-০তে সিরিজ হারই কুকের বিদায়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। বেন স্টোকসকে সহ-অধিনায়ক করা হল। গত সপ্তাহ থেকেই নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজ শুরু করে দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কুক ৫৯টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন। ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে টানা সব থেকে বেশি টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনিই। রুট মাত্র চারটি প্রথম শ্রেনীর ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু কুকের অধিনায়কত্বে সহ-অধিনায়ক ছিলেন তিনিই। সেটাও ২০১৫ থেকে। ৫৩ ম্যাচে ৪৫০০র ওপর রান রয়েছে তাঁর। গড় ৫২.৮০।
আরও খবর: বাংলাদেশকে হারিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত