Jimmy Neesham

ভারতেই বাকি আইপিএল খেলতে চেয়ে নিউজিল্যান্ডের নিশাম বলছেন, ‘নাই নাই ভয়, হবে হবে জয়’

শনিবার দেশে পৌঁছেছেন নিশাম। এবার তাঁর লক্ষ্য ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৯:০৮
Share:

জিমি নিশাম ফাইল চিত্র

করোনার মধ্যে আইপিএল স্থগিত হওয়ায় তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। করোনার ভয়ে আইপিএল ছেড়ে মাঝপথেই বাড়ি যেতে চেয়েছিলেন বেশ কিছু ক্রিকেটার। তবে ভয়ে বাড়ি যাওয়ার কোনও ইচ্ছাই ছিল না জিমি নিশামের। সুযোগ পেলে আবারও আইপিএল খেলতে আসতে চান তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে কিউয়ি ক্রিকেটার জানান, ‘‘সুযোগ পেলে আমি আবারও ভারতে খেলতে যেতে চাই। টিকাকরণ চালু হয়ে গিয়েছে, ফলে সমস্যা কিছু নেই। আমি যখন চুক্তিতে সই করেছিলাম, তখন সব জেনেশুনেই করেছিলাম। সেই কারণেই একবারও দেশে ফেরার কথা মনে হয়নি আমার। প্রতিযোগিতার শেষ অবধি থাকাটা আমার কর্তব্য। অনেক সময়ই অনেক দেশে খেলতে যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতেই হয়। একজন পেশাদার ক্রিকেটারের এটাই কাজ।’’

শনিবার দেশে পৌঁছেছেন নিশাম। এবার তাঁর লক্ষ্য ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement