Jhulan Goswami

Jhulan Goswami: দু’দিনেই শাপমুক্তি, ভুল থেকে শিক্ষা নিয়েছেন, জানালেন ঝুলন

অবশেষে যেন শাপমুক্তি হল ঝুলন গোস্বামীর। আগের ম্যাচে বিতর্কিত নো-বলের জেরে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে ম্যাচ এবং সিরিজ হারতে হয়েছিল ভারতকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২২:২৮
Share:

ঝুলন গোস্বামী। ফাইল ছবি

অবশেষে যেন শাপমুক্তি হল ঝুলন গোস্বামীর। আগের ম্যাচে বিতর্কিত নো-বলের জেরে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে ম্যাচ এবং সিরিজ হারতে হয়েছিল ভারতকে। রবিবার তাঁর ব্যাট থেকেই এল জয়ের রান। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচ জয়ের রথও থামিয়ে দিল মিতালি রাজের দল।

Advertisement

বল হাতেও রবিবার ভাল খেলেছেন ঝুলন। ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের পর বলেন, “উইকেটে গিয়ে খেলাটা শেষ করে আসতে চেয়েছিলাম। শুক্রবার বোলারদের জন্য দিনটা ভাল ছিল না। সিনিয়র বোলার হিসেবে আজ ভাল খেলতে চেয়েছিলাম এবং নতুন বল ভাল ভাবে ব্যবহার করতে চেয়েছিলাম। জানতাম উইকেট পাব।”

ঝুলন জানিয়েছেন, আগের ম্যাচে ব্যর্থ হলেও ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি। বলেছেন, “মাঠে নেমে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ইতিবাচক দিকগুলি নিয়ে বেশি ভাবি এবং অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে নিজের দায়িত্ব পালন করি। পরের পর ম্যাচ খেলে শরীরে খুব ব্যথা। সারতে সময় লাগবে। তবে আমরা প্রত্যেকেই প্রথম গোলাপি বলের টেস্ট খেলার জন্য মুখিয়ে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement