৩৬ বছর বয়সেও আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরলেন কিংবদন্তি পেসার।— ছবি এএফপি।
আর কত মাইলফলক ছোঁবেন তা হয়তো নিজেই জানেন না ঝুলন গোস্বামী। ৩৬ বছর বয়সেও আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরলেন কিংবদন্তি পেসার। ২০১৭ ফেব্রুয়ারির পরে আবার এই প্রাপ্তি কিংবদন্তি পেসারের। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা এবং পারফরম্যান্সই শেষ কথা, তা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজে আরও এক বার বুঝিয়ে দিয়েছেন।
শেষ সিরিজে তিন ম্যাচে আট উইকেট ছিল তাঁর। দ্বিতীয় ম্যাচে ৩০ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। কী ভাবে এই পারফরম্যান্স ধরে রাখলেন ঝুলন? কিংবদন্তি পেসারের উত্তর, ‘‘ট্রেনিংয়ের সঙ্গে কোনও দিনও আপস করিনি। করবও না। তা ছাড়া দলগত সাফল্যই আমার কাছে আসল। ব্যক্তিগত প্রাপ্তিকে অত বড় করে দেখি না।’’
২০১৭ বিশ্বকাপে রানার্স হওয়ার পরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতি ক্রিকেটেপ্রেমীদের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা ধরে রাখাই লক্ষ্য ভারতীয় পেসারের। ঝুলন বলছিলেন, ‘‘বিশ্বকাপের পরে শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ওয়ান ডে সিরিজ হেরেছি। বাকি দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে হারিয়েছি। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাওয়ার চেয়ে এই প্রাপ্তি অনেক বেশি গর্বের।’’
ওয়ান ডে-তে তাঁর ঝুলিতে ২১৮ উইকেট। উইকেটের তালিকাতেও শীর্ষস্থানে। মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেছেন ১৮৭৩ দিন। আর ২৪১দিন সেই স্থান ধরে রাখতে পারলে ভেঙে ফেলবেন ক্যাথরিন ফিটজ়প্যাট্রিকের রেকর্ড (২১১৩ দিন)। কিন্তু এ বিষয়ে ঝুলন আগ্রহী নন। তাঁর লক্ষ্য, ‘‘মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা।’’