Neeraj Chopra

Neeraj Chopra: অলিম্পিক্সের পর ফের সোনা নীরজের, এ বার কত দূরে ছুড়লেন তাঁর জ্যাভলিন?

নীরজের লক্ষ্য ৯০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। সেই লক্ষ্য পূরণ না হলেও সোনা জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ২২:৪৯
Share:

আরও এক বার সোনা জিতলেন নীরজ। —ফাইল চিত্র

অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া ফের সোনা জিতলেন। এ বার তিনি সোনা পেলেন কুয়োরটন গেমসে। ফিনল্যান্ডে এই প্রতিযোগিতায় পদক জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরে ছুড়লেন তাঁর জ্যাভলিন।

Advertisement

তিন দিন আগে জাতীয় রেকর্ড করেছিলেন নীরজ। পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে ছিলেন। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি। রুপো জিতেই তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ফিনল্যান্ডে এ বার সেই আক্ষেপ মিটল। সোনা জিতলেন নীরজ। বৃষ্টি ভেজা মাঠে চলছিল খেলা। সেখানে প্রথম বারেই ৮৬.৬৯ মিটার ছোড়েন নীরজ। সেই থ্রোই তাঁকে সোনার পদক এনে দিল।

অলিম্পিক্সের পর এই প্রথম সোনার পদক জিতলেন নীরজ। তিনি যদিও জানিয়েছেন, ৯০ মিটার ছোড়াই এখন তাঁর লক্ষ্য। পাভো নুর্মি গেমসে ২৪ বছর বয়সি ভারতীয় তারকা অ্যাথলিট মাত্র ৭০ সেন্টিমিটারের জন্য ৯০ মিটারের দূরত্ব স্পর্শ করতে পারেননি। ফিনল্যান্ডেও সেটা হল না, তবে সোনা পেলেন নীরজ।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement