অসি হাতে আস্ফালন মিয়াঁদাদের

মিয়াঁদাদের এই ভিডিয়ো পাকিস্তানি টিভি চ্যানেল এবং ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৯
Share:

বিতর্ক: মিয়াঁদাদের এই ভিডিয়ো নিয়ে ঝড় সোশ্যাল মিডিয়ায়। টুইটার

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

Advertisement

সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা যায়, প্রাক্তন পাক অধিনায়ক হাতে তলোয়ার নিয়ে বলছেন, ‘‘কাশ্মীরের ভাইয়েরা, ভয়ের কোনও কারণ নেই। আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আগে আমি ব্যাট হাতে ছয় মেরেছি। এখন আমি এই তলোয়ারও ব্যবহার করতে পারি।’’ সেখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘আমি যদি ব্যাট দিয়ে ছয় মারতে পারি, তা হলে এই তলোয়ার দিয়ে একটা মানুষ মারতে পারব না?’’ মিয়াঁদাদের এই ভিডিয়ো পাকিস্তানি টিভি চ্যানেল এবং ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। পাশাপাশি আবার প্রবল সমালোচিতও হয়েছেন মিয়াঁদাদ তাঁর এই মনোভাবের জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেন, এই ভাবে বক্তব্য রেখে মিয়াঁদাদ নিজেকেই ছোট করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement