উদ্যোগ: বুমারকে নিয়ে সতর্ক বোর্ড। ফাইল চিত্র
‘স্ট্রেস ফ্র্যাকচার’-এর চিকিৎসা করাতে লন্ডন উড়ে যাচ্ছেন যশপ্রীত বুমরা। সোমবার ভারতীয় বোর্ডের এক কর্তা বিষয়টি জানান সংবাদসংস্থা পিটিআইকে।
তিনি বলেন, ‘‘বুমরার চোট সারানোর জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড। লন্ডনে পাঠিয়ে ওর শুশ্রূষা করানো হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিয়োথেরাপিস্ট আশিস কৌশিক ওকে সঙ্গ দেবে। বুমরার সঠিক চোট নির্ণয়ের জন্য লন্ডনে তিনজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার সময়ও ঠিক করে দিয়েছে ভারতীয় বোর্ড।’’
তিনি আরও বলেন, ‘‘অক্টোবরের ছয় অথবা সাত তারিখ লন্ডনে উড়ে যাবে বুমরা। এক সপ্তাহ থাকতে হতে পারে। ডাক্তারেরা পরীক্ষা করার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।’’
এই চোটে প্রায় দু’মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে বাংলাদেশ সিরিজেও পাওয়া যাবে না। ফ্যাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরিবর্ত হিসেবে প্রত্যাবর্তন হয়েছে উমেশ যাদবের।
টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে হ্যাটট্রিক করে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন বুমরা। ১২ টেস্টে তাঁর উইকেট ৬২। ঘরের মাঠে ডুপ্লেসিদের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে উইকেটসংখ্যা আরও বাড়তে পারত।