Cricket

প্র্যাকটিসে ইয়র্কারে স্টাম্প ভাঙলেন দুরন্ত বুমরা, দেখুন ভিডিয়ো

থম টি টোয়েন্টি ম্যাচে বুমরাকে সামলানোই কঠিন পরীক্ষা শ্রীলঙ্কার কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১৩:৩৯
Share:

বুমরার দিকে নজর থাকবে সবার। ছবি— পিটিআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে প্রত্যাবর্তন ঘটছে যশপ্রীত বুমরার। তিনি কেমন ফর্মে রয়েছেন, চোট সারিয়ে ফিরে কতটা কার্যকরী বোলিং করতে পারবেন, তা নিয়ে নানা প্রশ্ন।

Advertisement

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ‘বুম বুম বুমরা’র অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে দুটো স্টাম্প রেখে বল করছেন বুমরা। একটি এক্সপ্রেস গতির ইয়র্কার ডেলিভারি ছিটকে দিল স্টাম্প। আর ওই ডেলিভারি থেকেই পরিষ্কার চোট থাবা বসায়নি তাঁর গতিতে। অনুশীলনে নাগাড়ে ১৫-২০টি ইয়র্কার করে গিয়েছেন তিনি। আর প্রায় প্রতিটি ইয়র্কারেই ছিটকে গিয়েছে স্টাম্প। ফাস্ট বোলারের কাছ থেকে এমন ডেলিভারিই তো দেখতে চান ক্রিকেটভক্তরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বুমরা যদি এই গতি এবং নির্ভুল নিশানায় বল করেন, তা হলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাজটা খুবই কঠিন হবে। ছোট রান আপে অদ্ভুত অ্যাকশনে বিষ ঢালেন বুমরা।

Advertisement

আরও পড়ুন: পার্ক স্ট্রিট মোড়ে বাসযাত্রী তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার প্রৌঢ়

ওভারের প্রথম বল থেকেই যে তিনি গতিতে ঝড় তোলেন, তা নয়। ধীরে ধীরে বলের গতি বাড়ান। গতির ফেরফের ঘটিয়ে, ইয়র্কারে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেন বুমরা। প্রথম টি টোয়েন্টি ম্যাচে বুমরাকে সামলানোই কঠিন পরীক্ষা শ্রীলঙ্কার কাছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পরে চোটের জন্য আর খেলতে পারেননি বুমরা। মাস চারেক পরে প্রত্যাবর্তন ঘটছে তাঁর। নতুন বছরের শুরুতে বুমরাই আকষর্ণের কেন্দ্রবিন্দুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement