Jasprit Bumrah

টেস্টে ৪০০-র বেশি উইকেট পেতে পারেন বুমরা, বলে দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন প্রবাদপ্রতিম বোলার নিজেও টেস্টে ৪০০-র বেশি উইকেট পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৬:৩৩
Share:

যশপ্রীত বুমরা।

আগামী মাসের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামবে ভারত। সেখানে তাঁকেই নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার আগে বড় প্রশংসা পেলেন যশপ্রীত বুমরা। কার্টলে অ্যামব্রোজ বলে দিলেন, বুমরার টেস্টে ৪০০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। উল্লেখ্য, টেস্টে এখন ১৯ ম্যাচে ৮৩ উইকেট রয়েছে বুমরার।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন প্রবাদপ্রতিম বোলার নিজেও টেস্টে ৪০০-র বেশি উইকেট পেয়েছেন। ৯৮ টেস্টে তাঁর ৪০৫ উইকেট রয়েছে। সেই অ্যামব্রোজ বলেছেন, “ভারতের দারুণ সব জোরে বোলার রয়েছে। আমি যশপ্রীত বুমরার বড় সমর্থক। আমার চোখে বাকিদের থেকে অনেকটাই আলাদা ও। বল হাতে অনেক বেশি সক্রিয়। আমি চাই ও প্রতি ম্যাচে ভাল খেলুক।”

তবে সাফল্য পেতে গেলে বুমরাকে আরও একটি জিনিসও মেনে চলার কথা বলেছেন অ্যামব্রোজ। তাঁর কথায়, “যতদিন নিজেকে ফিট, সুস্থ রাখতে পারবে, ততদিন দাপট দেখাতে পারবে বুমরা। ও দ্রুতগতির বল করতে পারে, সুইং করতে পারে এবং দারুণ ইয়র্কার দিতে পারে। ওর কাছে অনেক অস্ত্র রয়েছে। তাই ফিট থাকলে ও আরও বেশি দাপট দেখাতে পারবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement