বাসিত ও আসরার।
এক জনের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। ইচ্ছে আছে সুযোগ পেলেই নেইমার জুনিয়রের সঙ্গে দেখা করার। গত মরসুমে লোনস্টার কাশ্মীরের হয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলেছিলেন। তিনি— বাসিত আহমেদ।
অন্য জনের বাবা সরকারি কর্মী। ডুরান্ড ও সন্তোষে খেলেছেন। লোনস্টারে খেলার অভিজ্ঞতাও আছে। উইং হাফে খেললেও তিনি ফের্নান্দো তোরেস হতে চান। তিনি— মহম্মদ আসরার।
জম্মু-কাশ্মীরের দুই তরুণ ফুটবলার পাড়ি দিতে চলেছেন সুদূর স্পেনে। লা লিগার তৃতীয় ডিভিশনের ক্লাব দেপোর্তিভো লেনেন্সের সঙ্গে ছ’মাসের চুক্তিতে সই করেছেন বাসিত ও আসরার। সিআরপিএফ-এর সাহায্যে স্কাউট করা হয় ৩৮জন ফুটবলার। সেই ৩৮জনের মধ্যে থেকে বাসিত ও আসরারকে বেছে নেন প্রাক্তন ফুটবলার অনীত ঘোষ ও আইএসএলে খেলা ইশফাক আহমেদ।
লা লিগায় খেলতে পারার সুযোগ পাওয়া কোনও স্বপ্নের থেকে কম নয় সেই কথা জানিয়ে এ দিন ভিডিও কনফারেন্সে বাসিত বলছেন, ‘‘কোনওদিন ভাবিনি লা লিগায় খেলব। আমি খুব খুশি। আশা করছি এই সুযোগ কাজে লাগাব। নেইমারের সঙ্গে দেখা করতে পারলে আরও ভাল লাগবে।’’ আসরার আবার বলছেন, ‘‘খুব কঠিন এ সমস্ত জায়গায় সুযোগ পাওয়া। তাই আমি মুখিয়ে আছি স্পেনে খেলতে। বরাবর আমার স্বপ্ন ছিল।’’ যে ফিফা এজেন্টের সাহায্যে স্পেনের ক্লাবের সঙ্গে চুক্তি হয় সেই রুবেন হিনদেলগো ভিডিও কনফারেন্সে বললেন, ‘‘খুব ভাল খেলুক এরা দু’জন। এটাই আমার ইচ্ছা।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। যিনি বললেন, ‘‘ভারতে অনেক বিদেশি ফুটবলার খেলতে আসে। কিন্তু ভারত থেকে বিদেশে আমরা প্লেয়ার পাঠাতে পারি না। আশা করছি বাসিত আর আসরার আরও উন্নতি করবে স্পেনে।’’