Cricket

অ্যান্ডারসন ৫৯৯, লড়াই আজহারের

আর এক উইকেট পেলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬০০ উইকেট পাবেন অ্যান্ডারসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৫:২১
Share:

ছবি: রয়টার্স।

শেষ টেস্টে হার বাঁচানোর জন্য লড়াই করছে পাকিস্তান। সাউদাম্পটনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের আট উইকেটে ৫৮৩ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৭৩ রানে। এর পরে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান দুই উইকেটে ১০০।

Advertisement

প্রথম ইনিংসে অধিনায়ক আজহার আলির সেঞ্চুরির সুবাদে আড়াইশো রানের গণ্ডি টপকায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও লড়ছেন সেই আজহার (২৯ ব্যাটিং)। প্রথম ইনিংসে পাকিস্তানকে ভাঙেন সেই জিমি অ্যান্ডারসন। পাঁচ উইকেট নিয়ে। এ দিনও এক উইকেট নেন তিনি। ইংল্যান্ডের এই পেস বোলারের টেস্ট উইকেট সংখ্যা এখন ৫৯৯। আর এক উইকেট পেলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬০০ উইকেট পাবেন অ্যান্ডারসন।

স্কোরকার্ড
ইংল্যান্ড ৫৮৩-৮ (ডি)
পাকিস্তান ২৭৩ ও ১০০-২

Advertisement

পাকিস্তান (ফলো অনের পরে দ্বিতীয় ইনিংস)
শান মাসুদ এলবিডব্লু ব্রড ১৮ • ৬৬
আবিদ এলবিডব্লু অ্যান্ডারসন ৪২ • ১৬২
আজহার আলি ব্যাটিং ২৯ • ৯২
বাবর আজম ব্যাটিং ৪ • ১৬
অতিরিক্ত ৭
মোট ১০০-২ (৫৬)
পতন: ১-৪৯ (শান, ২৩.৪), ২-৮৮ (আবিদ, ৪৯.৫)।
বোলিং: জেমস অ্যান্ডারসন ১২-৩-১৮-১, স্টুয়ার্ট ব্রড ১১-৫-২৩-১, ক্রিস ওকস ৮-২-১৪-০, জোফ্রা আর্চার ৯-৫-৮-০, ডম বেস ১৪-৩-২৭-০, জো রুট ২-০-৩-০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement