KL Rahul

ধোনির শূন্যস্থান পূরণ করা কঠিন, বলছেন রাহুল 

গত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে লোকেশ রাহুলকে কিপিং করতে দেখা গিয়েছে। কিপিংয়ের পাশাপাশি ব্যাটংও বেশ ভাল করেছেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৯:১৮
Share:

ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়ের হাতও বেশ ভাল রাহুলের। —ফাইল চিত্র।

উইকেটের পিছনে দাঁড়ালেই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যাবে। বল ধরতে না পারলে চাপ বাড়তে থাকবে। কারণ ছায়াযুদ্ধটা সেই ধোনির সঙ্গেই।

Advertisement

উইকেটের পিছনে দাঁড়ালে লোকেশ রাহুলের ভয়টা তাই বেড়ে যায়। তিনি বলছেন, ‘‘দেশের হয়ে কিপিং করতে নামলেই আমি নার্ভাস হয়ে পড়ি। কারণটা আর কিছুই নয়, দর্শকদের চাপ অনুভব করতে শুরু করে দিই। বল একটা ঠিকঠাক ধরতে না পারলেই দর্শকরা মনে করতে শুরু করে দেন, ধোনির শূন্যস্থান পূরণ করা এর পক্ষে সম্ভব হবে না। ধোনির মতো একজন কিংবদন্তি উইকেট কিপারের জায়গা নেওয়াটা কঠিনই।’’

গত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে লোকেশ রাহুলকে কিপিং করতে দেখা গিয়েছে। কিপিংয়ের পাশাপাশি ব্যাটংও বেশ ভাল করেছেন রাহুল।

Advertisement

আরও পড়ুন: ‘একদিন সাধারণ জুতোয় ‘অ্যাডিডাস’ লিখে নিতাম, আর আজ...’

তিনি বলছিলেন, ‘‘আমি কিন্তু উইকেট কিপিং আগেও করেছি। আইপিএল-এ কিপিং করেছি, কর্নাটকের হয়ে খেলার সময়েও উইকেটের পিছনে দাঁড়িয়েছি। দলের প্রয়োজনে আমি যে কোনও মুহূর্তে কিপিং করতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement