গোলে শট করছেন ক্লেইটন ছবি টুইটার
ম্যাচ শেষ। ২-০ গোলে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেল বেঙ্গালুরু এফসি
৮৯ মিনিট। রানার ডানদিক থেকে করা সেন্টার থেকে মাথা ছোঁয়ালেও গোল করতে ব্যর্থ হন পিলক্লিনটন।
৮৫ মিনিট। রানা ঘরামির ভুল থেকে বল পান সুনীল ছেত্রী। তাঁর শট ক্রসবারে লেগে বাইরে যায়।
৮০ মিনিট। এখনও গোলের খোঁজে এসসি ইস্টবেঙ্গল।
৭৬ মিনিট। ব্যবধান বাড়াতে পারত বেঙ্গালুরু। উদান্তার ব্যাক হিল থেকে বল নিয়ে সুনীলকে পাস করেন ক্লেইটন। সুনীল গোল করতে ব্যর্থ হন।
৬৫ মিনিট। বল পায়ে রাখলেও গোলমুখ খুলতে পারছে না এসসি ইস্টবেঙ্গল।
৫৫ মিনিট। আক্রমণ করলেও গোল পাচ্ছে না এসসি ইস্টবেঙ্গল।
হাফটাইম। বেঙ্গালুরু এফসি ২ - এসসি ইস্টবেঙ্গল ০
৪৫ মিনিট। গোওওওওল রাহুল ভেকের ডানদিক থেকে করা সেন্টার ধরে লিওন অগাস্টিনের জায়গায় নামা প্রয়াগ শ্রিভাস শট করেন গোলে দ্বিতীয় পোস্টে লেগে বেরিয়ে আসার সময় দেবজিৎ-এর গায়ে লেগে গোলে ঢোকে বল।
৪৩ মিনিট। আক্রমণে বারবার উঠলেও গোল করার মতো সুযোগ তৈরি করতে পারছে না এসসি ইস্টবেঙ্গল।
৩৮ মিনিট। অনায়াসে স্কট নেভিলকে বারবার ড্রিবল করে যাচ্ছেন সুনীল ছেত্রী। ফলে বারবার সমস্যায় পড়ছে এসসি ইস্টবেঙ্গল ডিফেন্স।
৩৫ মিনিট। গোল সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আক্রমণ করছে বেঙ্গালুরু এফসি। আক্রমণে উঠে আসলেও গোল পরিশোধ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।
২০ মিনিট। পেনাল্টি বক্সের সামনে থেকে ফ্রি কিক পেয়েও সুযোগ নষ্ট করল এসসি ইস্টবেঙ্গল।
১২ মিনিট। গোওওওল ক্লেইটন সিলভার গোলে এগিয়ে গেল বেঙ্গালুরু। স্কট নেভিলের মাথার ওপর দিয়ে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী হেডে বল দেন ক্লেইটনকে। ইস্টবেঙ্গল অধিনায়ক ফক্সকে বোকা বানিয়ে বাঁ পায়ের চেটো দিয়ে শট করে গোল করে যান তিনি।
৬ মিনিট। ব্রাইটের পাস থেকে গোল করতে ব্যর্থ হরমনপ্রীত। আক্রমণ করছে লাল হলুদ
১ মিনিট| কিক অফ করে খেলা শুরু করল এসসি ইস্টবেঙ্গল
জয়ে ফেরার লক্ষ্যে মঙ্গলবার নামছে এসসি ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। লিগ তালিকায় ভাল জায়গায় নেই কোনও দলই। শেষ চার ম্যাচে মাত্র ২ গোল করেছে রবি ফাওলারের ইস্টবেঙ্গল। আগের লেগে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছিল তারা। অন্যদিকে গতম্যাচে ৮৫ মিনিট অবধি হায়দারাবাদ এফসির বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও দুগোল হজম করতে হয়েছে বেঙ্গালুরু এফসিকে। এরিক পারতালুর জায়গায় দলে এসেছেন জিসকো হার্নান্দেজ। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে সাত নম্বরে উঠে আসতে পারে এস সি ইস্টবেঙ্গল। আর বেঙ্গালুরু এফসি জিততে পারলে উঠে আসবে ৬ নম্বরে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে তাই জয় চায় দুপক্ষই।