Mumbai city

কেরালাকে হারিয়ে তালিকার শীর্ষে উঠে এল মুম্বই

৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট হল ১৯।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ২২:৪৮
Share:

মুম্বইয়ের হয়ে দ্বিতীয় গোলের পর বৌমৌসকে অভিনন্দন সতীর্থের। ছবি টুইটার থেকে নেওয়া।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে জিতে আইএসএলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। জেতার ফলে ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৯। এটিকে মোহনবাগান ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে। হারের ফলে ৮ ম্যাচে ৬ পয়েন্টে নয় নম্বরেই থাকল কেরালা ব্লাস্টার্স

Advertisement

ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল মুম্বই। তা থেকে দলকে ১-০ এগিয়ে দেন লে ফন্দ্রে। এ বারের আইএসএলে যা তাঁর ৬ নম্বর গোল। ১১ মিনিটে ২-০ করেন হুগো বৌমৌস।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে কিবু ভিকুনার কেরালা। বার তিনেক তারা গোলও করে। কিন্তু প্রতিটিই বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল মুম্বইয়ের সামনেও। কিন্তু পেনাল্টি নষ্ট করে তারা। হুগো বৌমৌসের শট আটকে দেন কেরালা গোলরক্ষক আলবিনো গোমস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement