প্রতীকী ছবি।
আইএসএলের পরবর্তী রাউন্ডগুলোর সূচি এবার হয়ত খুব দ্রুতই প্রকাশিত হবে। আপাতত ১১ জানুয়ারি পর্যন্ত সূচি প্রকশিত হয়েছে। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে আইএসএল শেষ করার কথা ভাবা হচ্ছে। তারপর আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্লাব ফুটবল বন্ধ থাকবে। সেই সময়ে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের ম্যাচ রয়েছে কাতারের সঙ্গে।
ক্লাব ফুটবল পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত এশিয়ান ফুটবল কনফেডারেশন নিয়েছে, তাতে অবশ্যই স্বস্তি পাবে আইএসএল উদ্যোক্তারা এবং হয়ত পরের রাউন্ডগুলির সূচি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। কারণ ভারতের প্রথম ক্লাব হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা এফসি গোয়ার। আইএসএল গোয়াতেই হচ্ছে বায়ো বাবল পরিবেশে। মাঝপথে এফসি গোয়াকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে বায়ো বাবল ভেঙে বেরতে হবে। পরে আবার তাদের বায়ো বাবলে ঢুকতে গেলে আলাদা করে কোয়রানটিনের সময় বার করতে হবে। পুরো ব্যবস্থাটাই নতুন করে করতে হবে। কিন্তু এএফসি চ্যম্পিয়ন্স লিগ পিছিয়ে যাওয়ায় এফসি গোয়াকে মাঝপথে বেরোতে হবে না।
আরও পড়ুন: কোচ নয়, স্পোর্টিং ডিরেক্টর হতে চান মেসি
আইএসএলের আরও দুই দল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি এবার এএফসি কাপে খেলবে।
আরও পড়ুন: ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে আরও ধারাবাহিকতা দেখানো উচিত, বলছেন বিরক্ত ওয়েড