ISL 2019-20

ফাইনাল গোয়ায়, জয় অধরা ওড়িশার

আইএসএলের ফাইনালের কেন্দ্র চূড়ান্ত হওয়ার রাতে ওড়িশা এফসি বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচে ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৫
Share:

সফল: হ্যাটট্রিকের পরে মানুয়েল (ডান দিকে)। আইএসএল

এ বার মাঠের বাইরের লড়াইয়েও কলকাতাকে হারাল গোয়া। আগামী ১৪ মার্চ মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে হবে আইএসএল ফাইনাল। রবিবারই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকেরা।

Advertisement

আইএসএল ফাইনাল পাওয়া নিয়ে লড়াই চলছিল কলকাতা ও গোয়ার মধ্যে। সূত্রের খবর, এটিকে আইএসএল টেবলের শীর্ষ স্থানে থাকলে যুবভারতীতেই ফাইনাল হত। কিন্তু গোয়া শীর্ষে উঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পরে ছবিটা বদলে যায়।

আইএসএলের ফাইনালের কেন্দ্র চূড়ান্ত হওয়ার রাতে ওড়িশা এফসি বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচে ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। সংযুক্ত সময়ে গোল করে কেরলের হার বাঁচালেন বার্থেলোমিউ ওগবেচে। রবিবার ঘরের মাঠ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের এক মিনিটের মধ্যে মানুয়েল ওনৌ গোল করে এগিয়ে দেন ওড়িশাকে। কিন্তু ছ’মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন নারায়ণ দাস। ২৮ মিনিটে রাফায়েল মেসি গোল করে এগিয়ে দেন কেরলকে। ৩৬ মিনিটে ফের গোল করে ২-২ করেন মানুয়েল। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে ওড়িশাকে ৩-২ এগিয়ে দেন পেরেস গুয়েদেস। ৫১ মিনিটে হ্যাটট্রিক করেন মানুয়েল। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওগবেচে ব্যবধান কমান। সংযুক্ত সময়ে ফের গোল করে তিনিই দলের হার বাঁচান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement